Abhishek Banerjee : দলের সাংসদ-বিধায়কদের নিয়ে বৈঠকে, ফের ‘সেনাপতি’র রোলে অভিষেক? – abhishek banerjee tmc mp call on a meeting with party mp mla and other leaders


এগিয়ে আসছে লোকসভা নির্বাচন। তার আগে বড়সড় বৈঠকে বসতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্যের সমস্ত তৃণমূল সাংসদ, বিধায়ক, জেলা এবং ব্লক সভাপতির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন অভিষেক। চলতি মাসের ১৬ তারিখ দুপুরে সেই বৈঠক হতে চলেছে। ভার্চুয়াল মাধ্যমে সেই বৈঠকের সভাপতিত্ব করবেন অভিষেক। আসন্ন লোকসভা ভোট নিয়েই সেই বৈঠকে আলোচনা হতে পারে বলে তৃণমূল সূত্রে খবর।

ঘাসফুল শিবির সূত্রে জানা গিয়েছে, সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি ছাড়াও অভিষেকের ডাকা ১৬ তারিখের বৈঠকে থাকবেন প্রতিটি ব্লকের সভাপতিরাও। বলতে গেলে দলীয় সংগঠনের বিভিন্ন স্তরের সঙ্গে আলোচনার মাধ্যমে লোকসভার রণকৌশল চূড়ান্ত করার প্রস্তুতি শুরু হতে পারে ১৬ তারিখের বৈঠকেই। ওই দিন দুপুর ৩টেয় শুরু হবে বৈঠক। দুপুরের সাংসদ ও বিধায়কদের মোবাইলে নির্দিষ্ট লিঙ্ক পাঠানো হবে। দুপুর ৩টের আগে লিঙ্কের মাধ্যমে বৈঠকে যোগ দিতে পারবেন তাঁরা। লিঙ্কের মাধ্যমে অভিষেকের সঙ্গে যোগাযোগ স্থাপিত হবে বিধায়ক, সাংসদ, জেলা ও ব্লক সভাপতিদের। তবে অভিষেকের এই বৈঠকের কতা প্রকাশ্যে আসতেই, ফের একবার গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিকমহলে।

প্রসঙ্গত, সম্প্রতি তৃণমূলের নবীন ও প্রবীণ বিতর্কে সম্প্রতি ব্যাপক জল্পনা ছড়ায় রাজ্য রাজীতিতে। একটা সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছিল, তিনি আসন্ন লোকসভা নির্বাচনে নিজেকে শুধুই ডায়মন্ডহারবারের মধ্যে আবদ্ধ রাখতে চান। অভিষেক সেই সময় আরও জানান, দল কোনও সভা করতে দিলে তিনি অবশ্যই করবেন, তবে সেই দিন যদি আগে থেকে তাঁর পূর্ব নির্ধারিত কোনও কর্মসূচি থাকে, তাহলে তিনি করতে পারবেন না। অভিষেকের সেই ভাবনার কথা প্রকাশ্যে আসতেই সারা বাংলাজুড়ে তোলপাড় পড়ে যায়। যদিও দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী সেই সময় বলেন, ‘অভিষেক লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না, অভিষেক যদি লড়াইয়ের ময়দানে থাকেন, তাহলে দলের নেত্রী মমতাকে সামনে রেখেই লড়বেন।’

আবার চলতি মাসের শুরুতেই কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে রেড রোডে ধরনায় বসেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পরপর ২ দিন ধরনা দেন মমতা। তবে সেকানেও দেখা যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। যার জেরেও দল্পনা দাঁনা বাঁধতে শুরু করে। যদিও মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অভিষেক গিয়েছিলেন বলে জানা যায়। সেখানে উভয়ের মধ্যে রাজ্যসভার প্রার্থী নিয়ে আলোচনা হয় বলেই সূত্রের খবর। তারই মাঝে এবার প্রকাশ্যে এল অভিষেকের এই বৈঠকের কথা। এখন দেখার সেদিনের বৈঠকে দলীয় সাংসদ, বিধায়ক ও নেতাদের কী বার্তা দেন অভিষেক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *