জানা গিয়েছে, এদিন দুপুরের দিকে বেলগাছিয়া মিল্ক কলোনির একটি বহুতলে ভয়াবহ আগুন লেগে যায়। গল গল করে ধোঁয়া ছড়িয়ে পড়ে চারিদিকে। আশেপাশের বাসিন্দারা আতঙ্কের মধ্যে পড়ে যান। খবর দেওয়া হয় দমকলে। দমকলের ১২টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। কী ভাবে আগুন লাগল, সেই ব্যাপারে নিশ্চিত করে কিছু জানায়নি দমকল। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।
প্রাথমিকভাবে ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন যায়। তবে আগুন নিয়ন্ত্রণে যথেষ্ট বেগ পেতে হয় দমকলকে। এরপর দমকলের সংখ্যা আরও বাড়ানো হয়। এখনও পর্যন্ত ঘটনাস্থলে মোট ১২টি ইঞ্জিন গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিকেল পৌনে চারটে নাগাদ এদিন আগুন প্রথম লক্ষ্য করেন মিল্ক কলোনির কর্মীরা।
জানা গিয়েছে, সেন্ট্রাল ডায়েরির প্রশাসনিক ভবনে কালো ধোঁয়া দেখতে পান কর্মীরা। বিকেল পৌনে চারটে নাগাদ আগুন লক্ষ্য করা যায়। আতঙ্কিত হয়ে পড়েন মিল্ক কলোনির কর্মীরা। হুড়োহুড়ি পড়ে যায় কর্মীদের মধ্যে। খবর দেওয়া হয় দমকল কর্মীদের। যদিও, এখন পর্যন্ত কোনও কর্মী হতাহত হয়নি বলে জানতে পারা গিয়েছে। দমকল সূত্রে জানতে পারা গিয়েছে, মিল্ক কলোনির তিন তলা ভবনের এক তলায় রয়েছে গোডাউন। দোতলায় এবং তিন তলায় অফিস রুম ছিল। এই অফিসের নীচের তলার গোডাউন পরিত্যক্ত ছিল। পুরো ভবনটিই আগুনের গ্রাসে চলে যায় বলে জানতে পারা গিয়েছে। ওই পরিত্যক্ত গোডাউনে দুধের প্লাস্টিক থেকে আগুন ধরে যায় বলেই প্রাথমিক তদন্তে মনে করেছে দমকল। তবে আগুন ঠিক কী ভাবে লাগল সেটা এখনও পরিষ্কার হয়নি।