Kolkata News : ‘ধরনায় যোগ না দিলে দূরে বদলি,’ TMC-র বিরুদ্ধে হুমকির অভিযোগ সংগ্রামী যৌথ মঞ্চের – sangrami joutha mancha brings allegations against tmc regarding red road sitting demonstration


‘রেড রোডে তৃণমূলের ধরনা মঞ্চে যোগ দেওয়ার জন্য সরকারি কর্মীদের চাপ দেওয়া হচ্ছে, আর যোগ না দিলে দূরে বদলির হুঁশিয়ারিও দেওয়া হচ্ছে,’ এমনটাই অভিযোগ সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের। যদিও এই অভিযোগ মানতে নারাজ আইএনটিটিইউসি। তাদের তরফ থেকে এই অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে দাবি করা হয়েছে।

সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, ‘শাসকদল আজ সরকারি কর্মচারিদের ডেকেছে, রেড রোডে ধরনার জন্য। সেখানে বলা হয়েছে অফিসে আসবেন, সই করবেন, ধরনা মঞ্চে চলে যাবেন। যদি না যান, তাহলে বদলি করে দেওয়া হবে। এটা কর্ম সংস্কৃতি নষ্ট করে নাকি করে না, সেইটাই জানতে চাই আমরা। মানুষ অধিকারের দাবিতে ধর্মঘট করলে, তখন কর্মসংস্কৃতির দোহাই দিয়ে খড়্গহস্ত হন…, অন ডিউটি অবস্থায় সরকারি কর্মচারিরা কোনও রাজনৈতিক দলের সভায় যোগ দিতে পারেন কি না? যেখানে আইনে পরিষ্কার করে বলাই আছে যে সরকারি কর্মচারির সরাসরি কোনও রাজনৈতিক দলের সদস্য হতে পারেন না, বা দলের সঙ্গে যুক্ত থাকতে পারেন না।’

তাহলে কি সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদেরও এই চাপ দেওয়া হচ্ছে? উত্তরে ভাস্কর ঘোষ বলেন, ‘আমাদের অনেক সদস্যকেই বলা হয়েছে, না গেলে দূরে বদলি করব। তাঁরা বলেছে, বদলির ভয় আমরা পাই না। বদলির ভয় পাই না বলেই আন্দোলন চালিয়ে যাচ্ছি।’

যদিও আইএনটিটিইউসি-র তরফে এই অভিযোগ কোনওভাবেই মেনে নেওয়া হয়নি। INTTUC-র এক শীর্ষ নেতার পালটা দাবি, ‘অবান্তর এবং ভিত্তিহীন। গল্পের গরু গাছে তুলে দেওয়ার একটা প্রয়াস। এগুলো ফুটেজ খাওয়ার চেষ্টা। এখানে শ্রমিক কর্মচারিরা ধরনা মঞ্চে আজ আসবেন, আইএনটিটিইউসি এবং রাজ্য সরকারি কর্মচারি ফেডারেশন, এটা স্বেচ্ছায়, এখানে ধরে বেঁধে আনার কোনও বিষয় নেই।’

প্রসঙ্গত, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে ও রাজ্যের পাওনা টাকার দাবিতে চলতি মাসের শুরুতেই রেড রোডে ধরনায় বসেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধরনা মঞ্চে ২ দিন ছিলেন তিনি। পরবর্তীতে সেই মঞ্চে তৃণমূলের বিভিন্ন সংগঠনকে দেখা গিয়েছে। বুধবার সেই মঞ্চে রয়েছে আইএনটিটিইউসি।

উল্লেখ, কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। এই দাবিতে প্রথম থেকেই অনড় মঞ্চের সদস্যরা। আর এবার এই মারাত্মক অভিযোগ উঠল তাদের তরফে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *