জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: টিভি তারকা অঙ্কিতা লোখান্ডের বিগ বস ১৭-এর জার্নি সকলকেই চমকে দিয়েছে। অনেকেই ভেবেছিল তিনিই হবেন এই বচরের বিগ বস-এর বিজেতা। কিন্তু সেখানেও চমক লাগে সকলের। এবার অঙ্কিতা তাঁর শাশুড়ির সম্পর্কে মুখ খুললেন। সেই কারণেই আবার শিরোনামে তিনি।
আরও পড়ুন: Koushani Mukherjee: টলিউডে হাতে কাজ নেই? এবার বাংলাদেশে পাড়ি কৌশানীর…
বিগ বসে তিনি প্রথম ৩ জনের মধ্যে জায়গা করে নিতে পারেনি। তবে চলতি সময়ে তিনি প্রায়শই স্বামী ভিকি জৈনের সঙ্গে তাঁর সমীকরণ এবং তাঁর শাশুড়ি রঞ্জনা জৈনের কিছু বিস্ফোরক বক্তব্যের জন্য শিরোনামে জায়গা করে নেয়।
অঙ্কিতার শাশুড়ি, অঙ্কিতার প্রতি তাঁর আচরণের জন্য শোয়ের হোস্ট সালমান খানের কাছে কটুক্তিরও শিকার হন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অঙ্কিতা লোখান্ডে তাঁর শাশুড়ির সম্পর্কে বলেছেন, ‘আজ অবধি, লোকেরা আমাদের নিয়ে নানা কিছু অনুমান করেছেন। তাঁরা যা বলেছে তা বলেছে, আমি তাঁদের থামাতে যাচ্ছি না কারণ সেই সময় যা ঘটেছিল তা সবার সামনে ছিল। এটি আমার জন্য পারিবারিক বিষয়। আমি, আমি জানি তাঁর উদ্দেশ্য এমন ছিল না।‘
অভিনেত্রী যোগ করেছেন, ‘আমি এই লোকেদের সঙ্গে থেকেছি, আমি জানি তাঁরা আমাকে কতটা ভালোবাসে। কিন্তু বিগ বসে, আম্মা একটু আবেগপ্রবণ হয়েছিলেন। আমার শাশুড়িও আমার মতো, তিনি আপনাকে আপনার মুখের কথা বলবেন। কিন্তু তাঁর উদ্দেশ্য খারাপ ছিল না।‘
আরও পড়ুন: Kapil Sharma: ইডির দরবারে কমেডিয়ান কপিল! কিন্তু কেন?
তিনি আরও বলেন, ‘লোকেরা যা বলতে চায় সে সম্পর্কে আমি কিছুই করতে পারব না। তিনি প্রথমবার ভিকিকে কাঁদতে দেখেছিলেন, তিনি খুব শক্তিশালী মানুষ, কিন্তু যখন তিনি এটি দেখেছিলেন, তখন তাঁর হৃদয় ঠিক রাখতে পারেননি। তাই হয়তো সে এই সব কথা বলেছেন। কিন্তু তাতে কিছু যায় আসে না, আমি ফিরে আসার পর, আমরা দেখা করেছি। আমি তাঁকে আবারও অসম্মান করতে পারি না, আমরা দুজনেই এগিয়ে গেছি এই বিষয় থেকে।‘
যদিও অনেকেই মনে করছেন অঙ্কিতার এই বক্তব্য তিনি নিজে থেকে রাখেননি। তাঁকে প্রভাবিত করেছেন তাঁর শ্বশুরবাড়ির লোকই। সেই কারণেই বাধ্য হয়ে মিডিয়ার সামনে এই কথা বলেছেন তিনি। যদিও এই বিষয়ে পাল্টা কোনও জবাব দেননি অভিনেত্রী নিজে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)