লোকসভা নির্বাচনের আগে এবারের রাজ্য বাজেটের দিকে তাকিয়ে ছিল রাজ্যের আপামোর জনগণ। রাজ্য বাজেটে এবার নতুন কোনও চমক থাকে কিনা, বিশেষত শিক্ষা ও স্বাস্থ্য বিভাগে কোনও নতুন কোনও আশার আলো দেখানো হয় কিনা, সে ব্যাপারে উৎসুক ছিল সাধারণ জনতা। তৃণমূলের দাবি, বর্তমান রাজ্য সরকার জনসাধারণের জন্য নানাবিধ পরিষেবা মূলক প্রকল্প রূপায়নে সচেষ্ট থেকেছে। কেন্দ্রের আর্থিক বঞ্চনার মাঝেও যাতে সেই প্রকল্পগুলি সুষ্ঠু ভাবে চালিয়ে নিয়ে যাওয়া যায়, সেই কথা মাথায় রেখেই এই বাজেট পেশ করা হয়েছে।
তৃণমূল কংগ্রেস সরকার ইতিমধ্যে নারী ক্ষমতায়ন এবং শিক্ষা থেকে স্বাস্থ্য একাধিক বিভাগে বিভিন্ন জনহিতকর প্রকল্প চালু করেছে। যার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথী, শিক্ষাশ্রী, মেধাশ্রী, রুপশ্রী সহ একাধিক প্রকল্প রূপায়নে বদ্ধ পরিকর। পাশাপাশি, সরকারি পরিষেবা প্রদান কর্মসূচিতে মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে চালু করা হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি।
রাজ্যের বিভিন্ন প্রকল্পের জন্য সাধারণ মানুষের আবেদন, অভিযোগ এবং নানাবিধ সমস্যা সমাধানে দুয়ারে সরকার কর্মসূচি ঘোষণা করা হয়। এই কর্মসূচির মাধ্যমে জেলায় জেলায়, ব্লকে ব্লকে জনসাধারণকে পরিষেবা প্রদান করা হয় সরকারি আধিকারিকদের মাধ্যমে। রাজ্যের প্রত্যন্ত জায়গাগুলোতেও মানুষকে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার জন্যেই নতুন এই সরকারি শিবিরের ব্যবস্থা করা হয়েছিল ২০২১ সাল থেকে। প্রতি তিন মাস অন্তর জেলায় জেলায় এই শিবিরের আয়োজন করা হয়ে থাকে।