Dev Ghatal Tmc Mp Brother Vikram Adhikari Opens Up About His Political Standpoint


‘দেব কাটমানি খায় না! বরং দেব কে সামনে রেখে কাটমানি খায় দলের অন্য নেতারা।’ এবার এমনই বিস্ফোরক মন্তব্য করলেন ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী তথা দেবের ভাই বিক্রম অধিকারী। তৃণমূল সাংসদ দেবকে নিয়ে কয়েকদিন ধরেই সরগরম বঙ্গ রাজনীতি। আপাতত এই তারকা সাংসদ দিল্লিতে রয়েছেন। বুধবারই তিনি একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট শেয়ার করেছেন যেখানে তিনি লিখেছেন, ‘ফিউ মোর আওয়ার্স’। এরপরেই তাঁর সাংসদ পদ থেকে ইস্তফা জল্পনা তুঙ্গে।

শুধু তাই নয়, এরই মধ্য়ে একটি অডিয়ো ক্লিপও ভাইরাল হয়েছে। যেখানে দাবি করা হচ্ছে দেব নাকি কমিশন দাবি করেছেন। এই অডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল। এই নিয়ে যখন রাজনৈতিক মহল তোলপাড় সেই সময় মুখ খুললেন দেবের দাদা।

তিনি যাবতীয় ‘কমিশন’ বিতর্ক প্রসঙ্গে এই সময় ডিজিটাল-কে বলেন, ‘দাদা কোনওদিন কারও কাছে কাটমানি নেননি। তিনি কারও কাছে হাত পাতেননি। তিনি সাহায্য করেন মানুষকে। তাঁকে ফাঁসানো হচ্ছে। তাঁর নাম ভাঙিয়ে কাটমানি নেওয়া হচ্ছে। দাদা এসব কিছু জানেন না। তৃণমূলের লোকরাই দাদার নাম ভাঙিয়ে কাটমানি নিচ্ছে।’

দাদা কোনওদিন কারও কাছে কাটমানি নেননি

বিক্রম অধিকারী, দেবের দাদা

এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, ‘এভাবে সাংসদ থাকার থেকে না থাকা ভালো। মিথ্যে কথা যাঁরা বলছে তাঁদের বিরুদ্ধে তদন্ত হওয়া দরকার। কাটমানি আমাকে দিতে হচ্ছে। দাদা কারও কাছে কাটমানি নেননি। দাদা অভিনেতাই থাকুক বরং।’ পাশাপাশি সাংসদ হিসেবে প্রভাব খাটিয়ে পরিবারের কারও চাকরির বন্দোবস্ত কোনওদিন করেননি দেব, দাবি তাঁর দাদার।

তিনি বলেন, ‘আমাদের পুজো করে বেশ চলে। দাদা কখনও নিজের ক্ষমতার অপব্যবহার করেননি। আমরা যে যাঁর মতো কর্ম করে চলেছি।’ উল্লেখ্য, দেবকে এই ভাইরাল অডিয়ো প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি অবশ্য বলেন, ‘আমার উপর কিছু নির্ভরশীল নয়। দলকে এই নিয়ে যা বলার বলেছি। যে অডিয়ো ক্লিপটি ভাইরাল হয়েছে তা মোতাবের তাঁর সঙ্গে দিদির কথা হয়। এর জবাব দিদিই দেবেন। আমার বিষয়টি নিয়ে কিছু বলার নেই।’

Dev: ‘আর কয়েক ঘণ্টা…!’ কাটমানির অভিযোগ থেকে ভাইরাল অডিয়ো টেপের মাঝে দেব-বাণীতে তুঙ্গে জল্পনা
লোকসভা নির্বাচনের ঠিক আগে দেব ঘাটালের তিনটি সরকারি কমিটি থেকে ইস্তফা দিয়েছিলেন। এরপরেই চর্চা শুরু হয়। ওয়াকিবহাল মহলের একাংশের কথায়, ‘দেব দলের একাংশের উপর ক্ষুব্ধ।’ এই প্রসঙ্গে ঘাটালের এক প্রাক্তন বিধায়কের কথাও উঠে আসছে। সবমিলিয়ে এই তারকা সাংসদের পরবর্তী পদক্ষেপ ঠিক কী হয়? সেই দিকে রয়েছে নজর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *