Dog Lover : খাবার বয়েলড, কিন্তু ক্রুজ় পার্টি ভরপুর মজাদার – india first cruise cruise party for street dogs in kolkata


কুবলয় বন্দ্যোপাধ্যায়

আড়িয়াদহ ফেরিঘাট থেকে বেলা সাড়ে তিনটে নাগাদ যাত্রা শুরু করবে ক্রুজ়টা। শনিবারের ওই ক্রুজ় পার্টিতে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যেই আবেদন করেছেন প্রায় ৫০ জন। তবে এই পার্টি তাঁদের জন্য নয়। তাঁরা এই পার্টিতে যে দ্বিতীর শ্রেণির নাগরিক, সেকথা জোর দিয়ে বলা যায়। যাদের কথা মাথায় রেখে এই ক্রুজ় পার্টির আয়োজন করেছেন সায়ন বণিক, শতাব্দী রায় এবং রৌনক দাস, তারা না-মানুষ। তাদের সবাই সারমেয়।

শনিবারের এই ক্রুজ় পার্টি সম্ভবত দেশের প্রথম ক্রুজ় পার্টি, যেটা শুধুমাত্র সারমেয়দের কথা ভেবেই আয়োজিত। পথের কুকুরদের যথাসাধ্য খেতে দেওয়া, তারা অসুস্থ হলে তাদের চিকিৎসার ব্যবস্থা করা, লালন-পালন এবং তারা যাতে সহৃদয় কোনও পরিবারে জায়গা পায়, তার জন্যই বিশেষ একটি গোষ্ঠী গড়েছিলেন সায়ন, শতাব্দী আর রৌনক। প’ কমিউনিটি নামের ওই গোষ্ঠীতে এখন ৩৫০-এর বেশি পোষ্যের অভিভাবকের নিত্য যোগাযোগ।

পথের কুকুর এবং পোষ্যদের জীবনের একঘেয়েমি কাটাতে প’ কমিউনিটির তিন প্রতিষ্ঠাতা পরিকল্পনা করেন পোষ্যদের নিয়ে একটি ক্রুজ় পার্টি দেওয়ার। সায়ন বলছেন, ‘আড়িয়াদহ ফেরিঘাট থেকে আমাদের ক্রুজ় যাত্রা শুরু করবে নৈহাটির দিকে। গঙ্গাবক্ষে পুরো সময়টাই কাটবে হইহই করে।’ ক্রুজ় পার্টিতে পোষ্যদের জন্য স্বাস্থ্যকর মেনুরই আয়োজন করা হয়েছে।

শতাব্দী এবং রৌনকের কথায়, ‘কোনও মশলাদার খাবার নয়, ওরা খাবে বয়েলড চিকেন, বয়েলড রাইস, বয়েলড ভেজিটেবল। যদি কেউ মনে করেন তাঁর পোষ্যকে ডিমসিদ্ধ দেবেন, তাহলে তারও ব্যবস্থা থাকবে।’ প’কমিউনিটির উদ্যোক্তারা জানিয়েছেন, ক্রুজ় পার্টির জন্য অনেক আগে থেকেই বিশেষ অনুমতি আনিয়ে তবেই একটি ডাবলডেকার ক্রুজ় ভাড়া করা হয়েছে।

যে কোনও রকমের সারমেয়র জন্যই এই ক্রুজ় পার্টির দরজা খোলা থাকছে। তবে উদ্যোক্তাদের পরিকল্পনা, দেশি কুকুরদের অবস্থার উন্নতি। তাঁরা চাইছেন, কুকুর পুষতে আগ্রহী লোকজন বিলিতি কুকুরের কথা না ভেবে দেশীয় কুকুর পোষার কথা ভাবলে সব দিক থেকেই ভালো। বুদ্ধিমত্তা, আনুগত্য এবং পরিবারের সঙ্গে মিশে যাওয়া— এই তিন গুণ দেশীয় কুকুরদের মধ্যে যেমন রয়েছে, তেমন অন্য প্রজাতির কুকুরদের মধ্যে খুব বেশি পাওয়া যায় না।

অথচ এই দেশি কুকুরদের অবস্থাই সবচেয়ে খারাপ। তাই শনিবারের ক্রুজ় পার্টি কিছুটা সচেতনতার কাজও করবে। এই পার্টিতে
অংশ নিতে আসছে বেশ কয়েকটি দেশীয় পোষ্যও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *