Justice Abhijit Ganguly : দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার দেবে মুগ্ধ, ভূয়সী প্রশংসা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের – justice abhijit gangopadhyay reacts after watching dev cinema pradhan


দেবকে নিয়ে তপ্ত রাজ্য রাজনৈতিক মহল। এরই মধ্যে ঘাটালের তৃণমূল সাংসদ তথা টলি সুপারস্টারকে নিয়ে উল্লেখযোগ্য মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবারই পাঠান দেখতে যান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই সিনেমা দেখে কেমন লাগল বিচারপতির? এই নিয়ে মুখ খুললেন স্বয়ং তিনিই।

দেবকে নিয়ে কী বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়?

তিনি বলেন, ‘গতকাল নন্দনে গিয়েছিলাম। ৭০ টাকা দিয়ে টিকিট কেটেছিলাম। আধিকারিকরা ছুটে এসে বলেছিলেন কেন টিকিট কাটছি? সামনের আসনে বিশেষ আসনের ব্যবস্থা করা হয়েছে। আমি বললাম, কেন টিকিট কাটব না! সব বিচারপতিই তো টিকিট কাটেন।’ তিনি আরও বলেন, ‘আমি বলেছিলাম আপনাদের যেখানে ইচ্ছা সেখানে বসাতেই পারেন, তাতে আমার কোন আপত্তি নেই।’

পাশাপাশি দেবের অভিনয়ের প্রশংসাও করেন তিনি। পালটা সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দিয়েছেন দেবও। তিনি বলেন, ‘কোনও চরিত্র মানুষের যদি পছন্দ হয় এবং তা যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হন তাহলে অবশ্যই গর্বের বিষয়। একজন শিল্পী, অবিনেতা, প্রযোজক হিসেবে তাঁর ভালোবাসায় আমরা আপ্লুত। আগামীদিনে যাতে আরও ভালোভাবে কাজ করতে পারি সেই জায়গা থেকে এই মন্তব্যগুলো অত্যন্ত উৎসাহিত করবে।’

উল্লেখ্য, সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যাবতীয় মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে একাধিক উল্লেখযোগ্য নির্দেশ দিয়েছেন তিনি। এর মধ্যে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করার কথার নির্দেশ থেকে তাঁকে বেতন ফিরিয়ে দেওয়া, একাধিক উল্লেখযোগ্য নির্দেশ গিয়েছে তাঁর এজলাস থেকে।

সম্প্রতি কাস্ট সার্টিফিকেট জাল করে ডাক্তারি পরীক্ষায় ভর্তি সংক্রান্ত একটি মামলায় CBI তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যদিও এই নির্দেশে মৌখিক এবং লিখিতভাবে স্থগিতাদেশ দিয়েছিলেন ডিভিশন বেঞ্চ।

‘দেব দাদা কাটমানি খায় না, ওঁকে ফাঁসানো হচ্ছে’, বিস্ফোরক দেবের ভাই বিক্রম অধিকারী

এই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয়, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল প্রসঙ্গেও একাধিক উল্লেখযোগ্য মন্তব্য করেছিলেন তিনি। বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। এই কাস্ট সার্টিফিকেট সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি যা নির্দেশ দিয়েছিল সবকিছুতেই স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

Justice Abhijit Gangopadhyay : ‘অনেকেই পুজো দিয়েছেন’, এজলাস থেকে শিক্ষা সংক্রান্ত মামলা সরানোর পর মুখ খুললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়
সম্প্রতি অবশ্য রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে নিজের ‘বন্ধু’ বলে উল্লেখ করেন। আপাতত দুই বিচারপতির সংঘাত সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে রয়েছে। প্রধান বিচারপতি এই বিষয়ে দুঃখপ্রকাশ করেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *