Kolkata Flyover : ইএম বাইপাসে আর নয় যানজট, বিমানবন্দর নিমেষেই! নয়া উড়ালপুল কলকাতায় – kolkata em bypass road new flyover including gangasagar and bardhaman new bridge announced in west bengal budget


বাজেটে যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে নতুন ‘সেতুবন্ধন’’ করল রাজ্য সরকার। কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমান জেলায় তিনটি গুরুত্বপূর্ণ সেতু নির্মাণের ঘোষণা করা হয়েছে এদিনের বাজেটে। যা যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং পর্যটন বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে করা হচ্ছে।

রাজ্য বাজেটে আজ গুরুত্বপূর্ণ তিনটি সেতু নির্মাণের কথা ঘোষণা করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এর মধ্যে অন্যতম হল ইএম বাইপাসের সেতু নির্মাণ। নিউ টাউন ও বিমানবন্দরের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে ইএম বাইপাসে সাত কিলোমিটারের উড়ালপুল তৈরির ঘোষণা করা হয় এদিনের বাজেটে। জানানো হয়েছে, আগামী তিন বছরের মধ্যে সেই প্রকল্প শেষ করা হবে। প্রথম বছরের জন্য বরাদ্দ থাকবে ১৫০ কোটি টাকা। শীঘ্রই সেতু নির্মাণের কাজ শুরু করা হবে। নতুন সেই সেতু নির্মাণ বিমানবন্দর যাত্রার জন্য অনেকটাই সুরাহা করে দেবে যাত্রীদের, পাশাপাশি ইএম বাইপাস রোডে ট্রাফিকের চাপ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।

দক্ষিণ ২৪ পরগনা জেলায় অন্যতম পর্যটন স্থান হল গঙ্গা সাগর। দীর্ঘদিন ধরেই গঙ্গাসাগর যাওয়ার জন্য জেটি ব্যবহার করে পারাপার করতে হয় যাত্রীদের। গঙ্গাসাগর মেলা চলাকালীন যাত্রীদের চাপ সামাল দিতে নাজেহাল হতে হয় জেলা প্রশাসনকে। এবার সেই সমস্যার সমাধান করতে চলেছে রাজ্য সরকার। বাজেটে জানানো হয় সেতু তৈরি হবে গঙ্গা নদীর উপর। মুড়িগঙ্গা থেকে কচুবেড়িয়া পর্যন্ত ৩.১ কিলোমিটারের সেতু তৈরি করা হবে বলে ঘোষণা। যে সেতুর নাম দেওয়া হবে ‘গঙ্গাসাগর সেতু’। পর্যটনের উন্নতির ক্ষেত্রে এই সেতু নির্মাণ যুগান্তকারী পদক্ষেপ হতে চলেছে রাজ্যের ক্ষেত্রে।

রাজ্যবাসীকে ঢালাও সুযোগ সুবিধা, জনমুখী বাজেটের ইতিহাস রচনা মমতার
অন্যদিকে, এদিনের বাজেটে জানানো হয়, পূর্ব বর্ধমান জেলার বর্ধমান-আরামবাগ রাস্তা বা ৭ নম্বর রাজ্য সড়কে দামোদর নদের উপর একটি নতুন সেতু নির্মাণ করা হবে। কৃষক সেতুর সমান্তরালে নতুন একটি সেতু গড়ে তোলা হবে। নতুন এই সেতুর নাম দেওয়া হবে ‘শিল্প সেতু’। জেলার বাণিজ্যিক চিত্রের বদল ঘটাতে এই সেতুর ঘোষণা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *