West Bengal Budget 2024 | Abhishek Banerjee: ‘আমরা স্বনির্ভর বাংলার পথ তৈরি করছি’, বাজেটের প্রশংসায় অভিষেক! Abhishek Banerjee appreciates Bengal Budget


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘আমরা স্বনির্ভর বাংলার পথ তৈরি করছি’। বাজেটের প্রশংসা করলেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। তাঁর মতে, ‘বাংলার সিঙ্গল ইঞ্জিন সরকার ডবল ইঞ্জিন সরকারের থেকে অনেক শক্তিশালী’।

শিয়রে লোকসভা ভোট। বাংলার বাজেটে উদারহস্ত মমতার সরকার! কীভাবে? লক্ষ্মীর ভাণ্ডারে সাধারণ মহিলাদের জন্য দ্বিগুণ করা হল ভাতা। পাঁচশো নয়, এবার থেকে বরাদ্দ হাজার টাকা। এমনকী, আরও ৪ শতাংশ ডিএ-ও বাড়ল সরকার কর্মচারীদের।  বাদ গেলেন না বিভিন্ন দফতরের চুক্তিভিত্তিক কর্মী(গ্রুপ সি ও গ্রুপ ডি), সিভিক ভলান্টয়ার, ভিলেজ পুলিস ও গ্রিন পুলিস। ভাতা ও পারিশ্রমিক বাড়ানোর কথা ঘোষণা করা বাজেটে।

 

 

সবিস্তারে আসছে….





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *