West Bengal State Budget 2024 25 Live Updates Fm Chandrima Bhattacharya Budget Speech


FM Chandrima Bhattacharya Budget Speech: বৃহস্পতিবার ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট পেশ করতে চলেছেন রাজ্যের অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

  • ১ ফেব্রুয়ারি থেকে ৩৪ লাখ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, রূপশ্রী , কন্যাশ্রী এবং বিধবা ভাতা দেবে রাজ্য।
  • গত বছরের প্রস্তাব ছিল ৩ লাখ ৩৯ হাজার ১৬২ কোটির।

লক্ষ্মীবারে বাংলার মানুষের লক্ষ্মীলাভ হতে চলেছে, এই চর্চা চলছে রাজ্যজুড়ে। লোকসভা নির্বাচনের আগে শেষ বাজেটে কোনও মেগা চমক থাকতে পারে বলে মনে করছে অভিজ্ঞ মহল। সেখানে ক্ষুদ্রশিল্প , নারীদের কল্যাণ, কর্মসংস্থান থেকে শুরু করে একাধিক নয়া ঘোষণা থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি ১০০ দিনের কাজে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, ২১ লাখ জব কার্ড হোল্ডারদের বকেয়া মেটাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। পাশাপাশি আবাস যোজনার ক্ষেত্রেও বড় কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে আভাস।

জমি বা বাড়ির রেজিস্ট্রেশনে স্ট্যাম্প ডিউটির উপর ২ শতাংশ ছাড়ের মেয়াদ ৩০ জুন পর্যন্ত আগেই বাড়িয়েছে রাজ্য। এর ফলে নতুন করে নির্মাণ শিল্প নিয়ে কোনও ঘোষণা করা হবে কিনা সেই দিকে থাকবে নজর। পাশাপাশি গত অর্থবর্ষের থেকে এই বছর বেশি টাকা আদায় করবে অর্থ দফতর, মনে করা হচ্ছে এমনটাই। পাশাপাশি এবারের বাজেটে যুবক, ছাত্র এবং মহিলাদের জন্য বিশেষ ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *