Winter Update In WB : শীতের শেষবেলায় ফের উত্তুরে হাওয়া, কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? – winter update temperature drop in kolkata and many districts weather forecast


এই সময়: সাময়িক ভাবে হলেও আরও একবার ঘুরে দাঁড়াল শেষবেলার শীত। ফুরিয়ে যাওয়ার আগে আরও একবার নিজের অস্তিত্ব জানান দিল উত্তুরে হাওয়া। পশ্চিমি ঝঞ্ঝা সরে যাওয়ায় বুধবার রাত থেকেই তেজ বাড়ল হাওয়ার। আর তারই দৌলতে ভোররাতে ফিরল গা-শিরশির করা অনুভূতি।

বুধবার ভোরে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে সেই তাপমাত্রা কমে গেল প্রায় সাড়ে তিন ডিগ্রি। আলিপুর হাওয়া অফিস বৃহস্পতিবার যে রিপোর্ট প্রকাশ করেছে, সেই রিপোর্ট অনুযায়ী এ দিনের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৬.৭ ডিগ্রিতে, স্বাভাবিকের পর্যায়ে।

পুরো কৃতিত্ব উত্তুরে হাওয়ার। পশ্চিমি ঝঞ্ঝা সরে যেতেই যে সাময়িক ভাবে শীত ফিরে আসবে, এমন পূর্বাভাস দিয়েছিলেন আবহবিদরা। হলোও তাই। বুধবার রাত থেকেই জোরদার হলো উত্তর-পশ্চিমের বাতাস। তার জেরেই একদিনে সাড়ে তিন ডিগ্রির মতো পারাপতন কলকাতায়। যদিও এই আবহাওয়া যে দীর্ঘস্থায়ী হবে না, সেটাও জানিয়ে দিয়েছে আলিপুর হাওয়া অফিস।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *