Yami Gautam Pregnancy : ব্লেজারের আড়ালে বেবি বাম্প লোকালেন ইয়ামি গৌতম! – yami gautam is pregnant confirmed by aditya dhar at article 370 trailer launch event watch video


মা হতে চলেছেন ইয়ামি গৌতম। বিয়ের তিন বছরের মাথায় সামনে এল এমনই সুখবর। ইয়ামি গৌতম এবং আদিত্য ধরের ঘরে আসতে চলেছে নতুন সদস্য। গত কয়েকদিন ধরেই বিটাউনে কান পাতলেই শোনা যাচ্ছিল ইয়ামি গৌতমের মা হওয়ার গুঞ্জন। অন্যদিকে, ২৩ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ইয়ামি গৌতম অভিনীত ছবি আর্টিক্যাল ৩৭০। ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ইয়ামি এবং আদিত্য। আদিত্যর হাত ধরেই মঞ্চে উঠতে দেখা গিয়েছে ইয়ামিকে। ড্রেসের উপরে ব্লেজার পরেছিলেন ইয়ামি। বারবার ব্লেজার ঠিক করতে দেখা গিয়েছে তাঁকে। তবে কী বেবি বাম্প ঢাকতেই বারবার ব্লেজার ঠিক করছিলেন ইয়ামি? অশেষে সব জল্পনার অবসান ঘটলেন আদিত্য। তিনি জানিয়েছেন তাদের ঘরে আসতে চলেছে নতুন অতিথি। সবার উদ্দেশে তিনি বলেন খুব তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন আমাদের ঘরে লক্ষ্মী না গণেশ এল। ইয়ামির প্রশংসাও শোনা গিয়েছে আদিত্যর মুখে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *