Dating Sites : ডেটিং সাইটে প্রতারণার ফাঁদ – cyber crime fraud traps on dating sites


ডেটিং সাইটে অপরিচিত অনেকের সাথেই আলাপ হতে পারে। কিন্তু শুধুমাত্র সাইটের আলাপের ভিত্তিতে ব্যক্তিগত মুহূর্তের ছবি, ভিডিয়োর মতো জিনিস কারওর সঙ্গে পরিচয় হতেই শেয়ার না করাই ভালো। উল্টোদিকের পুরুষ বা নারীটি নিজের পরিচয় আড়াল করার জন্য ভুয়ো নাম বা ছবি ব্যবহার করতে পারেন। ফলে সতর্কতা অবলম্বন করুন, ভালো করে যাচাই করে নিন।

ডেটিং সাইটে আপনার বন্ধুটি কি বিভিন্ন সময়ে বিভিন্ন ছুতোয় টাকা চাইছেন? তা হলে সন্দেহের অবকাশ রয়েছে। ভালো করে না জেনে, না বুঝে টাকা দেবেন না।

অনেক সময়ে আসল ডেটিং সাইট নকল করে প্রতারকরা নতুন প্ল্যাটফর্ম ওপেন করে। এমন ক্ষেত্রে অ্যাকাউন্ট খোলার আগেই সতর্ক হতে হবে। সাইটের নামের বানান, ইউআরএল প্রভৃিত দেখে নিন।

ডেটিং সাইটে যোগাযোগের মাধ্যমে অনেক ক্ষেত্রে আপনাকে কোনও লিঙ্ক পাঠিয়ে বলা হতে পারে, সেখানে ক্লিক করলে একটা ফ্রি গিফট অপেক্ষা করছে আপনার জন্য। এমন কিছু পাঠানো হলে আরও বেশি করে সতর্ক হন। লিঙ্কে ক্লিক না করাই ভালো।

সাইটে আলাপের পরে যদি ডেটিংয়ে বের হন, তা হলে অবশ্যই এমন কোনও জায়গা দেখা করার জন্য বেছে নিন, যেখানে লোকজন থাকে। উল্টোদিকের পুরুষ বা নারীটিকে ভালো ভাবে না চিনে তার সঙ্গে নির্জন জায়গায় দেখা না করাই ভালো।

আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা ই-ওয়ালেট সংক্রান্ত তথ্য উল্টোদিকের মানুষটিকে ভালো করে না চিনে একেবারেই শেয়ার করবেন না। তাতে বিপদ হতে পারে।

অনেক ক্ষেত্রে এমনও হয়েছে যে ডেটিং সাইটে আলাপের পরে বিদেশ থেকে দামি গিফট পাঠানোর ছুতোয় টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। আপনার ডেটিং সাইটের পার্টনার যদি এমন কিছু প্রতিশ্রুতি দেন, তা হলে এড়িয়ে যাওয়াই ভালো।

কোনও ভাবে যদি প্রতারণার ফাঁদে পড়েন, যদি টাকা চেয়ে ব্ল্যাকমেল করা হয়, টাকা দেবেন না। নিকটবর্তী সাইবার থানায় যোগাযোগ করুন। cybercrime.gov.in এই সাইটে গিয়েও অভিযোগ রেজিস্টার করাতে পারেন



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *