Jalpaiguri News : জলপাইগুড়িতে রেল অবরোধ! আটকে একাধিক দূরপাল্লার ট্রেন, ভোগান্তি যাত্রীদের – several express train stuck for railway line blockade at jalpaiguri by local protestors


ফের রেল অবরোধ। শুক্রবার সাত সকালে ট্রেন অবরোধ জলপাইগুড়িতে। রেল অবরোধের জেরে একের পর এক দূরপাল্লার ট্রেন আটকে রয়েছে। চূড়ান্ত হয়রানি যাত্রীদের। শুক্রবার সকালে জলপাইগুড়িতে রেল অবরোধ শুরু হয়। ভোগান্তিতে হাজার হাজার যাত্রী। রেল অবরোধের জেরে দুর্ভোগের মুখে নিত্যযাত্রীরাও। জানা গিয়েছে, নন্দনপুর কেরারপাড়া হল্ট স্টেশনে অবরোধ শুরু করে নাগরিক কমিটি।

স্থানীয় বাসিন্দাদের জানিয়েছেন, এখানে হল্ট স্টেশন থাকলেও কোনও ট্রেন থামে না। সেই কারণেই শুক্রবার সকাল সাতটা থেকে রেল অবরোধ শুরু করেন তাঁরা। দূরপাল্লার ট্রেন আটকে দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। যে কারণে দীর্ঘক্ষণ ধরে আটকে থাকে হলদিবাড়ি থেকে নিউ জলপাইগুড়িগামী লোকাল ট্রেন। বিক্ষোভের খবর পেয়েই ছুটে আসেন রেলের আধিকারিকরা।

রেলের তরফে বিক্ষোভ তোলার আর্জি জানিয়ে মাইকে প্রচার করা হয়। একাধিকবার আবেদন করা হলেও ওঠেনি বিক্ষোভ। শেষ খবর পাওয়া পর্যন্ত হলদিবাড়ি স্টেশনে আটকে রয়েছে কলকাতাগামী একাধিক সুপারফাস্ট এক্সপ্রেস। রেল অবরোধের জেরে আটকে বাংলাদেশ নিউ জলপাইগুড়ি মিতালি এক্সপ্রেস। প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে হঠাৎ মাঝ রাস্তায় দাঁড়িয়ে পরে কাটোয়া ব্যান্ডেল লোকাল, চরম ভোগান্তি শিকার হতে হয় ট্রেনের যাত্রীদের। শেষে রাতের অন্ধকারে লাইনের উপর দিয়ে প্রায় ৫০০মিটার হেঁটে কালনা স্টেশনে পৌঁছাতে হলো যাত্রীদের। রেল সূত্রে জানা গিয়েছে, কাটোয়া ব্যান্ডেল শাখার লোকাল ট্রেনের ইঞ্জিনের চাকার ব্রেক বিকল হয়ে যায়, তাতেই আটকে যায় ট্রেন। এই ব্রেক বিভ্রাটের জেরে মাঝ রাস্তায় আটকে যায় ট্রেন।

স্টেশনে Pay And Use-এ আর ফ্রি নয় টয়লেট, কত টাকা লাগবে? জানাল রেল
রাত প্রায় ৯:২৫মিনিট নাগাদ এই ঘটনা টি ঘটেছে। নবদ্বীপ থেকে আসছে রেলের টেকনিশিয়ানরা। তারা এলেই ঠিক করে যেতে পারে ব্রেকিং স্টিটেম জানালো রেল। এর জেরে কাটোয়া-ব্যান্ডাল শাখায় সমস্ত ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় দীর্ঘ সময় ধরে। এরজেরে রাতে চরম দূর্ভোগে পরে ট্রেনের যাত্রীরা। শেষ পর্যন্ত ঘটনার ১ঘন্টা ৩০মিনিট পর থেকেই আপ লাইনে আপ-ডাউন ট্রেন চলাচল শুরু করে রেল কর্তৃপক্ষ। রাত ১১টা পর্যন্ত ডাউন লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে বলে জানা যাচ্ছে রেল সূত্রে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *