Jalpaiuri: অত্যাচারের প্রতিবাদ! কান কামড়ে নিল আক্রমণকারী


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রতিবেশীকে অশ্লীল অত্যাচার থেকে বাঁচাতে গিয়ে এক কামড়ে ছিঁড়ে নিলো কান। কামড়ে দেওয়া হলো আঙ্গুলও। এমনটাই অভিযোগ করা হয়েছে।

এমনই এক ঘটনার সাক্ষী থাকল জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি। কামড়ের ফলে কানের অনেকটাই অংশ খোয়ালেন এক ব্যক্তি। এমনটাই দাবী করেছেন ওই আহত ব্যক্তি। আহত ব্যক্তির নাম বিনয় রায়। তার বাড়ি ধূপগুড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায় বলে জানা যায়।

আরও পড়ুন: Sandeshkhali Violence: অগ্নিগর্ভ সন্দেশখালি, ‘পুলিস ছিল না, পরে এসেছে’, ক্ষুব্ধ গ্রামবাসীরা!

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রেল স্টেশন সংলগ্ন এলাকার একটি মুদির দোকান থেকে জিনিসপত্র কিনছিলেন তিনি। সেই সময় রসিদুল রহমান নামে এক ব্যক্তি ওই যুবকের জামাকাপড় ধরে বারংবার টানাটানি করে। এমনকি তার সঙ্গে অশ্লীল আচরণ করতে থাকে।

আরও পড়ুন: Tapan: ফের চালু হোক কিষান মান্ডি, স্থানীয়দের দাবি তপনে

বিষয়টি দেখতে পেয়ে বিনয় রায় প্রতিবাদ জানালে রসিদুল আচমকাই বিনয়ের উপর হামলা চালায়। বিনয়ের কান কামড়ে ধরলে কানের উপরের অংশ ছিঁড়ে যায়। আশেপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে বিনয়কে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে।

সেখানে তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। এদিকে ঘটনার কথা জানতে পেরে রাতেই ধূপগুড়ি থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে  ঘটনার তদন্ত করে। অভিযুক্ত ব্যক্তি ঘটনার পর থেকেই পলাতক রয়েছে জানা যায়। যদিও পুলিস সূত্রে খবর ঘটনায় থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp)

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *