Lok Sabha Election 2024 : দার্জিলিঙে বিজেপির শ্রিংলার বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী প্রাক্তন আমলা গোপাল? গুঞ্জনে হাওয়া গরম পাহাড়ের – ex bureaucrat gopal lama may be darjeeling lok sabha election 2024 candidate for tmc


Lok Sabha Election : আমলা বনাম কূটনীতিবিদ। পাহাড়ে লোকসভার লড়াইটা কি এবার অন্যরকম? শৈল শহরে তাপমাত্রার পারদ কম থাকলেও রাজনৈতিক উত্তাপ বাড়ছে এখন থেকেই। বিজেপির হ্যাটট্রিক করা আসনে তৃণমূল কংগ্রেসও সূচাগ্র মেদিনী দিতে নারাজ। সহযোদ্ধা ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। প্রাক্তন আমলা গোপাল লামাকে এবার প্রার্থী করবে তৃণমূল? জোর জল্পনা পাহাড়ে।

বিদায়ী সাংসদ রাজু বিস্তার শিকে না ছিঁড়লে এবার গেরুয়া তাস দেশের প্রাক্তন বিদেশ সচিব তথা জি২০ শীর্ষ সম্মেলনের দেশের চিফ কোঅর্ডিনেটর হর্ষবর্ধন শ্রীংলা।মোদী ঘনিষ্ঠ আমলাকে দাঁড় করিয়ে জয়ের ধারা অব্যাহত রাখতে চাইছে বিজেপি। তৃণমূলও বোঝাতে তৎপর ‘হাম ভি কিসিসে কম নেহি।’ আত্মবিশ্বাসের রসায়নে অনুঘটকের কাজ করেছে গত বছরের পঞ্চায়েত নির্বাচন। অনীত থাপার দলের সঙ্গে হাত মিলিয়ে হাতেনাতে ফল পেয়েছে তৃণমূল।

লোকসভা নির্বাচনের আগেও তৃণমূল কংগ্রেসের কাছে দার্জিলিঙের এক ‘ভূমিপুত্র’ আমালকেই প্রার্থী হিসেবে উপহার দেওয়ার প্রচেষ্টায় বিজিপিএম। পাহাড়ের হিমেল হাওয়ায় এমনটাই অনুরণন বিগত কয়েকদিন ধরে। আনুষ্ঠানিকভাবে রাজ্য সরকারের প্রাক্তন আমলা গোপাল লামাকে নিজেদের দলে যোগদান করিয়েছেন অনীত থাপা। দার্জিলিং জেলায় মহকুমা শাসক থেকে শুরু করে অতিরিক্ত জেলা শাসক পদে কাজ করেছেন গোপাল লামা। দার্জিলিংকে হাতের তালুর মতো চেনেন এই প্রাক্তন আমলা। তাঁকেই এবার হর্ষবর্ধন শ্রীংলার বিরুদ্ধে দাঁড় করানো হোক। এমনটাই চাইছে বিজিপিএম। লোকসভায় তৃণমূল কংগ্রেসকেই তাঁরা সমর্থন করবে আগেই জানিয়ে দিয়েছে অনীত থাপার দল।

গত সপ্তাহেই অনীত থাপা কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন। সেখানেই এই বিষয়ে আলোচনা অনেকটাই এগিয়েছে বলে সূত্রের খবর। ইন্ডিয়া জোটের সমীকরণ মেনে আসন সমঝোতা হলে তৃণমূল কংগ্রেস এই আসনটি কংগ্রেসকে যাতে ছেড়ে দেয়, তার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। সেগুরে এখন বালি। সেক্ষেত্রে সদ্য তাঁদের দলে আসা পাহাড়ের আরেক প্রভাবশালী নেতা বিনয় তামাংকে প্রার্থী করতে পারে কংগ্রেস।

পাহাড়ে গত কয়েক বছরে চালকের আসনে বিজিপিএম। জিটিএ, দার্জিলিং পুরসভা সব ক্ষেত্রেই নিজেদের আধিপত্য বিস্তার করেছে এই পাহাড়ি দল। ভোট ভাগাভাগি রুখতে সেই কারণে বিজিপিএমকে সঙ্গে নিয়েই চলতে চাইছে রাজ্যের শাসক দলও। লোকসভায় প্রার্থী নিয়ে অনীত থাপা বলেন, ‘গোপাল লামার বিভিন্ন স্তরে পরিচিত রয়েছে। দার্জিলিং জেলার সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে বহুদিনের। সঠিক সময়ে ঘোষণা করা হবে।’

BJP West Bengal : রাজু বিস্তা না শ্রিংলা! টিকিট কার? গেরুয়া অঙ্কে দার্জিলিং জমজমাট
তবে বিষয়টি নিয়ে ভাবিত নয় বিজেপি। যদিও, বিজেপির অন্দরে রাজু বিস্তা নাকি শ্রীংলা প্রার্থী হবেন, সেই নিয়ে টানাপোড়েন চলছে। তবে প্রাক্তন কূটনীতিকের বিরুদ্ধে তৃণমূল যদি ভূমিপুত্র প্রাক্তন আমলাকে দাঁড় করায়, তাহলে লড়াইটা আরও কঠিন হবে? শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এই সময় ডিজিটালকে বললেন, ‘দেখুন ওঁরা কাকে দাঁড় করাবেন সেটা ওঁদের ব্যাপার। গণতান্ত্রিক দেশে যে কাউকে দাঁড় করাতে পারে। তবে এটুকু বলতে পারি, গতবার জয়ের ব্যবধান চার লাখ পেরিয়ে গিয়েছিল। এবারের নির্বাচনে আমরা সেই রেকর্ডকেও ভেঙে দেব, এটা নিশ্চিত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *