National Health Mission: নাম বিতর্কে স্বাস্থ্যখাতের টাকা আটকে, দাবি রাজ্যের – west bengal government complaint central ministry did not give money for children treatment


এই সময়: নাম বিতর্কে ফের রাজ্যের প্রকল্পে কোপ পড়েছে বলে অভিযোগ উঠল। একশো দিনের কাজ, গ্রাম সড়ক যোজনা, আবাস যোজনা, রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের মতো একের পর এক কেন্দ্রীয় প্রকল্পে বাংলার প্রাপ্য টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে বলে ইদানীং অভিযোগ তুলছে রাজ্য সরকার ও শাসক দল। এবার রাষ্ট্রীয় বালস্বাস্থ্য কার্যক্রমের টাকাও দিল্লি আটকে দিয়েছে বলে স্বাস্থ্যভবন সূত্রে জানা গিয়েছে। কেন্দ্রের দাবি, তাদের দেওয়া নাম রাজ্য সরকার বদলে দিয়েছে বলেই আটকে দেওয়া হচ্ছে টাকা।

এতে শিশুদের হার্টের জন্মগত ত্রুটি মেরামতের অপারেশন নিখরচায় হয় যে শিশুসাথী প্রকল্পে, তার অর্থের ভাঁড়ারেও টান পড়েছে বলে জানাচ্ছেন স্বাস্থ্যকর্তারা। ফলে অসংখ্য শিশুর জীবন বিপন্ন হতে পারে বলে আশঙ্কা স্বাস্থ্য দপ্তরের। রাজ্যের শাসক দলের তরফে তাই শিশুদের চিকিৎসা নিয়ে ঘৃণ্য রাজনীতির অভিযোগ তোলা হয়েছে কেন্দ্রের বিরুদ্ধে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের এই সিদ্ধান্তের ফলে শিশুদের হার্টের চিকিৎসা নিয়ে সমস্যা পড়ছেন অভিভাবকরাও।

হাত গুটিয়ে বসে নেই রাজ্য সরকার। এই খাতে কেন্দ্রের ৬০% ও রাজ্যের ৪০% টাকা দেওয়ার কথা। আপাতত তাই নিজের ভাগের ৪০% টাকা মঞ্জুর করার লক্ষ্যে ৩০০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে অর্থ দপ্তরের পক্ষ থেকে। পাশাপাশি শিশুসাথী প্রকল্পকে জুড়ে দেওয়া হচ্ছে স্বাস্থ্যসাথী প্রকল্পের সঙ্গেও। ইতিমধ্যেই বকেয়া টাকা চেয়ে দফায় দফায় চিঠি দেওয়া হয়েছে দিল্লিকে। কিন্তু ইতিবাচক জবাব মেলেনি। কেন্দ্রের দাবি, শিশুসাথী নামটির অবলুপ্তি ঘটিয়ে রাষ্ট্রীয় বালস্বাস্থ্য কার্যক্রম নামটুকুই রাখতে হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *