West Bengal Latest News : স্ত্রীকে ডিভোর্স দিয়ে হাওড়ার যুবককে বিয়ে বীরভূমের বাসুদেবের, চাঁদা তুলে ভোজের আয়োজন প্রতিবেশীদের – birbhum basudev chakraborty gets married to his boyfriend after getting divorce from wife


বউয়ের সঙ্গে বিচ্ছেদ। আর তারপরেই অপর এক যুবককে বিয়ে করলেন বীরভূমের করিধ্যার বাসিন্দা বাসুদেব। সেই বিয়ের ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় তুমুল ভাইরাল। নববিবাহিত এই দুই যুবককে এখন বরণ করার জন্য অপেক্ষায় সেনপাড়ার বাসিন্দারা। চাঁদা তুলে ভোজের বন্দোবস্তও করা হয়েছে।

সিউড়ির করিধ্যার সেনপাড়ার বাসিন্দা বাসুদেব চক্রবর্তী ওরফে বাসু। ছোট থেকেই শার্ট প্যান্ট নয় শাড়ি, চুরিদার সহ নারীদের জামাকাপড় পরতে ভালোবাসতেন তিনি। তবে হঠাৎ একদিন ভালোবাসার পুরুষের হাত ধরে যে বিয়ে করে নেবেন তিনি, তা ভাবতে পারেননি কেউই।

বুধবার রাত্রে সিউড়ির আত্মীয় ও প্রতিবেশীদের ভিডিও কলে রেখে হাওড়ার বাসিন্দা অমিত মালিককে বিয়ে করেছে বছর ৩৭ এর বাসু। আজকের দিনে রামধনু রং নিয়ে যখন মনের দরজা খোলা অনেকেরই সেই সময় এই যুগলের সম্পর্কের সরল সমীকরণ মেনে নিতে পারছেন না অনেকেই। তাঁদের এই পদক্ষেপে কার্যত স্তম্ভিত আত্মীয় থেকে প্রতিবেশীরা। তবে ছোট থেকেই প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বাসুর। তাই তাঁর কথা চিন্তা করে অনেকেই এই সম্পর্ক মেনে নিয়েছেন। শুধু তাই নয়, বিয়ে করে ফেরার পর তাঁদের ভোজ খাওয়ানোর জন্য চাঁদা তুলে যাবতীয় বন্দোবস্ত করা করা হচ্ছে।

বাসুদেবের আত্মীয় ও প্রতিবেশীদের দাবি, ২০১২ সাল নাগাদ রামপুরহাটের এক তরুণীর সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। কিন্তু, বিয়ে হওয়ার এক বছরের মধ্যেই তাঁদের ডিভোর্স হয়ে যায়। পরবর্তীতে তিনিও জীবনে এগিয়ে যান এবং অন্যত্র বিয়ে করেন। অন্যদিকে, বাসু বিয়ে করেন অমিতকে। প্রতিবেশিদের কথায়, ছোট থেকেই বাসুদেব পাড়ার আর দশটা ছেলের মত পোশাক পরত না। শাড়ি, মেয়েদের অলংকার পরত। শুধু তাই নয়, অমিতের কথাও আগেই আত্মীয়দের জানিয়েছিলেন তিনি। কিন্তু, হঠাৎ করে বাসু বিয়ের সিদ্ধান্ত নেওয়ায় অবাক অনেকে। জানা গিয়েছে, বুধবার রাতে তাঁরা বিয়ে করেন। সঙ্গী হাওড়ার অমিতও এই বিয়েতে বেজায় খুশি।

Tarapith Temple: মনের মানুষ আর শাঁখা-সিঁদুর থাকলেও হবে না, তারাপীঠে বিয়ে করতে বাধ্যতামূলক এই শর্তগুলি
এই মুহূর্তে সমপ্রেম আইনিভাবে অপরাধ নয়। যদিও তাঁদের বিয়ের স্বীকৃতি এখনও দেওয়া হয়নি।

বাসুদেব অবশ্য শুধু সিঁদুর দান করে বিয়ে করেই থেমে থাকতে চান না। তিনি বলেন, ‘যদি সম্ভব হয় তাহলে রেজিস্ট্রি ম্যারেজ করব।’ তাঁরা একে অপরের সঙ্গে থাকবে বলেই জানিয়েছিলেন। এই যুগলের কথায়, তাঁরা একসঙ্গে ভালোবেসে থাকতে চায়ছেন। এক্ষেত্রে কে কী বলল! তা নিয়ে খুব একটা বেশি ভাবছেন না তাঁরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *