DA Hike West Bengal : ৪ নয়, বাংলায় সরকারি কর্মীদের অ্যাকাউন্টে কবে ৮% DA? – west bengal government employees when will they receive total 8 percent da announced by mamata banerjee


গত বছর ২১ ডিসেম্বর রাজ্য সরকারি কর্মীদের জন্য ৪ শতাংশ DA বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তার দেড় মাসের মাথায় রাজ্য বাজেটেও বড় চমক ছিল। ফের একবার ৪ শতাংশ DA বৃদ্ধি করা হয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ৪ এবং ৪ মোট বর্ধিত ৮ শতাংশ DA কবে অ্যাকাউন্টে ঢুকবে রাজ্য সরকারি কর্মীদের?

বাজেটের দিনই ঘোষণা করা হয়েছে বর্ধিত DA সহ বেতন পাওয়া যাবে আগামী মে মাস থেকে। অর্থাৎ এই দিনই ডিসেম্বর মাসের ৪ শতাংশ এবং বাজেটে ঘোষণার ৪ শতাংশ ডিএ সব অতীতের বর্ধিত মোট ১৪ শতাংশ DA অ্যাকাউন্টে ঢুকবে রাজ্য সরকারি কর্মীদের।

উল্লেখ্য, এই ঘোষণার পর সবথেকে বেশি DA বাবদ অর্থ হাতে পাবেন রাজ্যের বিসিএস ক্যাডাররা। তাঁদের সবথেকে উঁচু পোস্ট ‘সিনিয়র স্পেশাল সেক্রেটারি’। তাঁদের বেসিক হয় ১ লাখ ৯০ হাজারের কাছাকাছি। ফলে এই নতুন করে ৪ শতাংশ DA বাড়লে তাঁরা প্রায় ৮০০০ হাজার টাকা বাড়তি বেতন পাবেন। অন্যদিকে, অন্যান্য সমস্ত রাজ্য সরকারি কর্মীদের জন্যই গড়ে প্রায় ৮০০ টাকা বাড়তে পারে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার পর রাজ্য সরকারি কর্মীদের একাংশের মধ্যে খুশির ঢেউ। যদিও এখনও কেন্দ্রীয় হারে DA-র দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীদের একাংশ। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছে, তাঁরা আন্দোলন চালিয়ে যাবে। রাজ্য সরকারের এই ঘোষণাকে কার্যত ‘ভিক্ষে’ বলে দাবি করা হয়েছে সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে।

DA News বাড়ায় রাজ্যের সর্বনিম্ন ও সর্বোচ্চ পদে কত বেতন বাড়ছে? হিসাব কষল এই সময় ডিজিটাল

এছাড়াও আইনি লড়়াই চালিয়ে যাওয়ার কথা বলেছে অন্যান্য সংগঠনগুলিও। সরকারি কর্মচারি পরিষদের তরফে বলা হয়েছে, DA আন্দোলন চলবেই। রাজ্য় SLP দায়ের করেছে। সেই SLP খারিজ করবে সুপ্রিম কোর্ট, এমনটাই আমরা আশা করছি।

একই মন্তব্য করা হয়েছে ইউনিটি ফোরামের পক্ষ থেকেও। সংশ্লিষ্ট সংগঠনের দাবি, কেন্দ্রীয় হারে DA-র জন্য আমাদের লড়াই। সরকার যেভাবে খামখেয়ালিমতো DA ঘোষণা করছে তা কোনওভাবেই কাম্য নয়। রাজ্য সরকারি কর্মীদের দাবিকে স্বীকৃতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। আপাতত সুপ্রিম কোর্টে মামলাটি বিচারাধীন। সেখানেও রাজ্য সরকারি কর্মীদের জয় নিয়ে আমরা নিশ্চিত। উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে তারিখ পেয়েছিল DA মামলা। কিন্তু, শেষমেশ মামলাটির শুনানি হয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *