Elephant Attacks: লড়াইয়ে কোমর ভেঙে নদীতে পড়ল হাতি, উদ্ধারে আর্থ মুভার – alipurduar one elephant fell into river while fighting an opponent


এই সময়, আলিপুরদুয়ার: প্রতিপক্ষের সঙ্গে ভয়ঙ্কর লড়াইয়ে গুরুতর জখম হয়ে নদীতে পড়ে গিয়েছিল দাঁতাল। তাঁকে নদী থেকে তুলতে আনা হয় আর্থ মুভার। দীর্ঘক্ষণের চেষ্টায় তাকে নদী থেকে তোলা হলেও আর উঠে দাঁড়াতে পারেনি দাঁতালটি। তার কোমরের হাড় ভেঙে গিয়েছে। এখন মৃত্যুর প্রহর গুনছে দাঁতালটি। গত শুক্রবার ঘটনাটি ঘটেছে জলদাপাড়া বনবিভাগের তিতির জঙ্গলে।

এক দাঁতালের কাছে বেদম মার খেয়ে পালাতে গিয়ে হলং নদীতে পড়ে যায় জখম হাতিটি। তা নজরে আসতেই চেষ্টার ত্রুটি রাখেনি বন দপ্তর। আর্থ মুভার মেশিন এনে তা দিয়ে নদী থেকে উদ্ধার করা হয় হাতিটিকে। তবে ১৪ বছরের হাতিটির কোমরের হাড় ভেঙে যাওয়ায়, সে আর দাঁড়াতে পারেনি। এক পাশেই শুয়ে রয়েছে সে। তার করুণ চিৎকারে ভারী হয়ে উঠেছে জলদাপাড়ার গহীন অরণ্য। প্রবল যন্ত্রণায় খাওয়াদাওয়া ছেড়ে দিয়েছে সে। এতটুকু নড়ার ক্ষমতা নেই তার। দু’চোখের কোল বেয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে।

শেষ কবে জলদাপাড়ার জঙ্গলে দুই দাঁতাল হাতির মধ্যে এমন প্রাণঘাতী লড়াই হয়েছিল, তা মনে করতে পারছেন না বনকর্তারা। মূলত দু’টি কারণে দাঁতাল হাতিদের মধ্যে লড়াই হয়। এক, সঙ্গিনী দখলের জন্যে লড়াই, দ্বিতীয়ত, দলের মধ্যে কোন দাঁতালের বেশি কর্তৃত্ব থাকবে, তাও ঠিক হয় লড়াইয়ের মাধ্যমেই। পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত বিখ্যাত হাতি বিশারদ পার্বতী বরুয়ার ব্যাখ্যা, ‘দলের মাদিদের কাছে নিজেদের শৌর্যের জানান দিতেই দাঁতাল হাতিরা লড়াই করে। যে জেতে তার সঙ্গিনীর অভাব হয় না। অন্য দিকে, দলেও বিজয়ী দাঁতালের আধিপত্য কায়েম হয়।’
Elephant Attack : হাতির তাড়া খেয়ে উর্ধশ্বাসে ছুটছে ২ যুবক, দেখুন ভয়ংকর ভিডিয়ো

জলদাপাড়া বনবিভাগের বন্যপ্রাণী চিকিৎসক উৎপল শর্মা বলেন, ‘দাঁতালটির বাঁচার সম্ভাবনা খুবই কম। চিকিৎসায় একেবারেই সাড়া দিতে চাইছে না। তবুও আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ উত্তরবঙ্গের বন্যপ্রাণ শাখার মুখ্য বনপাল ভাস্কর জেভি বলেন, ‘বনের গহীনে কখন যে কী ঘটবে, তা বলা দুষ্কর। কোমরের হাড় ভেঙে যাওয়ায় দাঁতাল হাতিটি উঠে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলেছে। হাতিটির বাঁচার সম্ভাবনা ক্রমশ কমে আসছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *