সামনেই ভালোবাসার দিন। ক্যালেন্ডারের পাতায় চোখ যাচ্ছে বারবার। কবে আসবে সেই বহু প্রতীক্ষিত তারিখ! প্রিয় সঙ্গীর সঙ্গে একটা বাঁধন ছাড়া দিন কাটানোর জন্য তো প্রয়োজন একটি সুসজ্জিত পার্কের সন্ধান। তবে শুধু প্রেমিক যুগলই বা কেন? বিবাহিত দম্পতিদের জন্যেও দৈনন্দিন রোজনামচার একঘেয়েমি ছেড়ে খোলা বাতাসে মুক্তির স্বাদ নেওয়ার ঠিকানা রয়েছে কলকাতার বিভিন্ন প্রান্তে। আসুন, দেখে নেওয়া যাক, তিলোত্তমার কিছু বিশিষ্ট পার্কের সুলুক সন্ধান।
ইকো পার্ক
কলকাতার পার্কের কথা বলতে গেলেই প্রথমেই আসবে ইকো পার্কের নাম। শহরের বৃহত্তম উন্মুক্ত এই পার্ক অবস্থিত নিউটাউনে। ১৯৪ হেক্টর জুড়ে রয়েছে গোটা পার্ক। যার মধ্যে একটি ৪২-হেক্টর জায়গা জুড়ে জলাধার রয়েছে পার্কের মাঝেই। টয় ট্রেন, সান্তা মনিকা রাইডস, সাইকেল চালানো, হাই স্পিড বোটিং, ওয়াটার জার্বিং, রাইফেল শুটিং কোনও কিছুর অভাব নেই। সপ্তম আশ্চর্যের রেপ্লিকা থেকে শুরু করে নানা বিনোদনমূলক আয়োজনের সম্ভার এই ইকো পার্ক।
পার্ক খোলা থাকার সময়সূচি – সোমবার ছাড়া বাকি দিনগুলোতে সকাল বেলা আড়াইটে থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে পার্কটি। প্রবেশ মূল্য – এই পার্কের প্রবেশমূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা এবং ৬-১০ বছর বয়সী শিশুদের জন্য ২৫ টাকা।
মিলেনিয়াম পার্ক
হুগলি নদীর তীরে অবস্থিত বিবিডি বাগ স্ট্র্যান্ড রোডে অবস্থিত প্রেমিক-প্রেমিকাদের জন্য আরও একটি উপযুক্ত পার্ক হলো মিলেনিয়াম পার্ক। হুগলি নদীর তীরবর্তী শোভাকে সাঙ্গ করে প্রায় ২.৫ কিমি দীর্ঘ এই পার্ক আপনার অন্তরঙ্গতার আইডিয়াল ডেসটিনেশন। সুসজ্জিত উদ্যান, খানিক জিরিয়ে নেওয়ার জন্য বেঞ্চ, সামনেই বিস্তৃত জলরাশির দৃশ্য, সন্ধ্যার পর নিয়ম আলোয় ঘেরা এই পার্ক আরও মোহময়ী হয়ে ওঠে। পার্কে অবশ্য কিডস জোন এবং বোটিং এর সুবিধা থাকছে। পার্কের ফুড কোর্টে সুস্বাদু খাবারের সুবিধা থাকছে।
পার্ক খোলা থাকার সময়সূচি – সকাল ছয়টা থেকে পর্যন্ত খোলা থাকে পার্কটি। প্রবেশ মূল্য – এই পার্কের প্রবেশমূল্য মাথাপিছু ১০ টাকা।

নিক্কো পার্ক
নিক্কো পার্ক
কলকাতার আরও একটি বিনোদন মূলক পার্ক হল নিক্কো পার্ক। বন্ধু – বান্ধব, পরিবারের সঙ্গে বেশ কিছুটা কোয়ালিটি টাইম কাটানো যেতে পারে এই পার্কে। একাধিক রোমাঞ্চকর রাইড রয়েছে এই পার্কে। বোল আর্কেড এবং বোলারস ডেন হল যুবক – যুবতীদের পছন্দের জায়গা। এছাড়াও ক্যাবল কার, ল্যাজি রিভার রাইড, মুন রেকার, পাইরেট শিপ, রিভার ক্যাভ, টয় ট্রেন, ফ্যামিলি ক্যারোজেল সহ রয়েছে আরও অনেক কিছু। আইফেল টাওয়ারের প্রতিরূপ থেকে শহরের মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন।
পার্ক খোলা থাকার সময়সূচি – এই পার্ক সকাল সাড়ে সাতটা থেকে পর্যন্ত খোলা থাকে পার্কটি। প্রবেশ মূল্য – এই পার্কের প্রবেশমূল্য মাথাপিছু ৩০০ টাকা। বিভিন্ন রাইডের জন্য আলাদা মূল্য নির্ধারিত হয়।
সেন্ট্রাল পার্ক
যুবক-যুবতীদের কাছে আরও আকর্ষণীয় পার্ক হল সল্টলেকের সেন্ট্রাল পার্ক। ১০০ একর জায়গা জুড়ে রয়েছে বিধাননগরের এই সেন্ট্রাল পার্ক। সবুজে ঘেরা এই পার্ককে কলকাতার মিনি ফরেস্ট বলা হয়। জলপ্রান্তর, গাছ, ফুলে এই ঘেরা পার্ক প্রেমিক যুগলদের কাছে অন্যতম পছন্দের গন্তব্যে। এমনকি, বছরের বিভিন্ন সময়ে এখানে রকমারি পাখি দেখে যায়। পার্কের মাঝে রয়েছে খেলার মাঠও।
পার্ক খোলা থাকার সময়সূচি – এই পার্ক সকাল দশটা থেকে খোলা থাকে, সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত খোলা থাকে পার্কটি। প্রবেশ মূল্য – এই পার্কের প্রবেশমূল্য প্রাপ্ত বয়স্কদের জন্য মাথাপিছু ১০ টাকা। শিশুদের জন্য ৫ টাকা প্রবেশমূল্য।
অ্যাকোয়াটিকা ওয়াটার পার্ক
সুসজ্জিত পার্কে ঘোড়ার বদলে জলকেলি করার ইচ্ছা রয়েছে। তার জন্য কলকাতায় রয়েছে অ্যাকয়াটিকা ওয়াটার পার্ক। কলকাতার বৃহত্তম এবং সবথেকে পুরনো ওয়াটার পার্ক হল এটি। গো-কার্টিং, নায়াগ্রা ফলস, ব্ল্যাকহোল, টর্নেডো, ওয়েভ পুল, কৃত্রিম নদী, সার্ফ রেসার সহ একাধিক বিনোদনমূলক ওয়াটার রাইড রয়েছে এই পার্কে। অনেকেরই কাছে আরও আকর্ষণীয় ওয়াটার ড্যান্স ফ্লোর।
পার্ক খোলা থাকার সময়সূচি – ছুটির দিনগুলো বাদ দিয়ে সকাল দশটা থেকে খোলা থাকে, সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে পার্কটি। ছুটির দিনে পার্ক খোলা থাকলে আলাদা প্রবেশ মূল্য নেওয়া হয়। প্রবেশ মূল্য – এই পার্কের প্রবেশমূল্য প্রাপ্ত বয়স্কদের জন্য মাথাপিছু ৯০০টাকা। শনিবার, রবিবার ১০০০ টাকা। এর মধ্যে কিছু রাইড সংযোজন রয়েছে। বাকি রাইডের মূল্য আলাদা।

সেন্ট্রাল পার্ক
মোহর কুঞ্জ
কলকাতার কেন্দ্রস্থলে অবস্থিত শহরের মানুষের অত্যন্ত পছন্দের আরও একটি পার্ক হল মোহর কুঞ্জ। কলকাতার ময়দানের এক কোণে অবস্থিত এই পার্ক সুসজ্জিত বাগান দিয়ে ঘেরা। ক্যাথিড্রাল রোডে ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশে এবং নন্দনের বিপরীতে অবস্থিত এই পার্ক কলকাতার বাসিন্দাদের সন্ধ্যার পর সময় কাটানোর অন্যতম কেন্দ্রস্থল। রবীন্দ্রসঙ্গীত শিল্পী কণিকা বন্দোপাধ্যায়ের ডাক নাম ছিল ‘মোহর’ থেকে এই পার্কের নামকরণ। পার্কে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বাড়তি পাওনা।
পার্ক খোলা থাকার সময়সূচি – পার্কটি দিনের দুটি সময়ে খোলা থাকে। মর্নিং ওয়াকে জন্য সকাল ৫টা থেকে ৯টা এবং দুপুর তিনটে থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে। প্রবেশ মূল্য – এই পার্কে প্রবেশ মূল্য নেই।

এলিয়ট পার্ক
অ্যালেন পার্ক
কলকাতার পার্ক স্ট্রিটের এই পার্ক ক্রিসমাসে অন্যতম গন্তব্য হয় কলকাতাবাসীর। ক্রিসমাস এবং নববর্ষের সময় নতুন করে সাজিয়ে তোলা হয় এই পার্কটি। শহরের কোলাহলের মাঝেও এই পার্ক কিছুটা সময় জিরিয়ে নেওয়ার জন্য উপযুক্ত। স্বাস্থ্য সচেতন সকাল, সন্ধ্যা হাঁটার জন্য ব্যবহার করে থাকেন এই পার্কটি।
পার্ক খোলা থাকার সময়সূচি – এই পার্ক দিনের দুটি সময়ে খোলা রাখা হয়। মর্নিং ওয়াকে জন্য সকাল ছয়টা থেকে এগারোটা এবং দুপুর সাড়ে তিনটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে।
এলিয়ট পার্ক
ঝরনা গাছগাছালি দিয়ে ঘেরা কলকাতার আরও একটি সুন্দর পার্ক হল এলিয়ট পার্ক। ময়দান স্টেশনের কাছে এলিয়ট পার্ক তিলোত্তমাবাসীর আরও একটি গন্তব্যস্থল। দেড় কিলোমিটারের বেশি বিস্তৃত একটি জগার ট্র্যাক রয়েছে এই পার্কে। ঘুরে বেড়ানোর জন্য এই পার্কের মোহময়ী সৌন্দর্য আপনাকে স্বস্তি দেবে।
পার্ক খোলা থাকার সময়সূচি – এই পার্ক সপ্তাহের প্রতিদিন বেলা ১টা থেকে চারটে পর্যন্ত খোলা থাকে। এই পার্কের কোনও প্রবেশমূল্য নেই।