Kolkata Weather : সরস্বতী পুজোয় ২০ ডিগ্রির ‘উত্তাপ’ কলকাতায়, প্রেমদিবসের আগেই হাওয়া বদল – saraswati puja and valentines day 2024 weather kolkata temperature may rise till 20 degree


ফের নামল শহর কলকাতার তাপমাত্রার পারদ। শনিবার ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছিল কলকাতার তাপমাত্রা। শৈত্য প্রবাহের পরিস্থিতি তৈরি হয় পুরুলিয়া সহ সংলগ্ন পশ্চিমের জেলাগুলিতে। উত্তরবঙ্গের দিনাজপুরেও তৈরি হয় শৈত্য প্রবাহের পরিস্থিতি। সরস্বতী পুজোর আগেই এই হাওয়া বদলে স্বাভাবিকভাবেই খুশি সাধারণ মানুষ। কিন্তু, সপ্তাহের শুরুতেই ফের একবার হাওয়া বদলের ইঙ্গিত। ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ। মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টিপাত হতে পারে। বুধ ও বৃহস্পতিতে বৃষ্টি আরও বাড়তে পারে বলে অনুমান করছেন আবহবিদরা।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

চলতি বছর সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে একই দিনে পড়েছে। সরস্বতী পুজোর দিন ২০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে শহর কলকাতার তাপমাত্রার পারদ। তবে রবিবারও তাপমাত্রার পারদ থাকবে নিম্নমুখী। সকালের দিকে আকাশ থাকবে কুয়াশাছন্ন। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়বে দৃশ্যমানতা। তবে আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।

শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯০ শতাংশ এবং সর্বনিম্ন ৩৬ শতাংশ।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

দক্ষিণবঙ্গের পুরুলিয়া ও সংলগ্ন পশ্চিমের জেলাগুলিতে শৈত্য প্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। শুধু তাই নয়, বুধবারের মধ্যে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার থেকে ফের একবার মেঘলা থাকবে আকাশ। বিহার এবং ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে মঙ্গল ও বুধবার হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

উত্তরবঙ্গের জেলাগুলিতে থাকতে পারে কুয়াশার দাপট। আগামী চার থেকে পাঁচদিন আবহাওয়া থাকবে শুষ্ক। কুয়াশার দাপট বেশি থাকতে পারে জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে।

রবিবার এবং সোমবার ওডিশাতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। পূর্ব ও মধ্য ভারতের রাজ্যগুলিতে আগামী সপ্তাহে হতে পারে বৃষ্টি। শনিবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির মধ্যপ্রদেশ বিদর্ভ এবং ছত্তিশগড়ে দুর্যোগের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *