Sandeshkhali News : রাতেই মোতায়েন আরও পুলিশ, সন্দেশখালির শান্তি ফেরাতে উদ্যোগী প্রশাসন – internet connection has been suspended in sandeshkhali 144 is also imposed


থমথমে এলাকা। সাংবাদিকদের দেখে দৃষ্টি ফেরাচ্ছেন অনেকেই। শনিবার সকালেও সন্দেশখালি পুরোপুরি স্বাভাবিক নয়। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তা সত্ত্বেও যেন শান্ত হচ্ছে না সন্দেশখালি।

সন্দেশখালিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে আরও পুলিশ ফোর্স বাড়ানো হচ্ছে। রাতেও বিভিন্ন থানা থেকে পুলিশ নিয়ে আসা হচ্ছে সন্দেশখালিতে। ধামাখালি নদী পার হয়ে সন্দেশখালিতে যান তাঁরা। যে পরিস্থিতি গত দু’দিন ধরে চলেছে,তার পুনরাবৃত্তি চায় না জেলা পুলিশ প্রশাসন।

বৃহস্পতিবার রাতে তৃণমূলের জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরার বাগানবাড়ি ও মুরগির খামারে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা। শুক্রবার দুপুর থেকে শিবু হাজরা এবং অপর তৃণমূল নেতা উত্তম সর্দারের গ্রেফতারির দাবিতে শুরু হয় প্রতিবাদ। সন্দেশখালির জেলিয়াখালি এলাকা তপ্ত হয়ে ওঠে। এখনও পর্যন্ত তাঁদের গ্রেফতারির কোনও খবর নেই। উল্লেখ্য, তাঁরা এলাকায় শেখ শাহজাহান ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত।

ইতিমধ্যেই সন্দেশখালির ৮টি গ্রাম পঞ্চায়েতে জারি করা হয়েছে ১৪৪ ধারা। বসিরহাটের মহকুমা শাসক এই নির্দেশ দেন। পাশাপাশি জমায়েত করলেই পুলিশ পদক্ষেপ করছে। জানা গিয়েছে, এখনও পর্যন্ত তিন জন গ্রামবাসীকে আটক করা হয়েছে।

কেন তপ্ত সন্দেশখালি? কী ঘটেছে সেখানে?

কয়েক সপ্তাহ আগে ED-র উপর হামলার ঘটনায় সামনে এসেছিল সন্দেশখালির নাম। স্থানীয় তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিলেন ED। সেই সময় ED-র উপর হামলার ঘটনা ঘটে। এরপর থেকেই শেখ শাহজাহানের খোঁজে চালানো হচ্ছে তল্লাশি। সম্প্রতি ফের উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি। শিবু এবং উত্তমরা মহিলাদের উপর অত্যাচার চালাত, উঠেছে এই অভিযোগও।

Sandeshkhali Incident : ফের উত্তপ্ত সন্দেশখালি! পোল্ট্রি ফার্মে আগুন লাগিয়ে বিক্ষোভ গ্রামবাসীর

বৃহস্পতিবার জেলিয়াখানার ৬ নম্বর পাড়াতে অশান্তি ছড়িয়ে পড়ে। সেখানে শিবপ্রসাদের একটি বাগানবাড়ি, মুরগির খামার, দোকান রয়েছে। অভিযোগ, কয়েকশো বিঘা জমি তিনি দখল করে রেখেছিলেন। এর মধ্যে বিঘা পাঁচেকের মধ্যে তাঁর বাগান এবং খামার ছিল। শুক্রবার বেলা ১২টা নাগাদ স্থানীয়রা ওই বাগানবাড়িতে চড়াও হন। অভিযোগ, সেখানে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এরপর শিবু অনুগামীরা সেখানে এলে গ্রামবাসীরা তাঁদের উপর চড়াও হয়। এরপরেই দফায় দফায় তপ্ত হয় সন্দেশখালি।

Sandeshkhali News Today : জ্বলছে সন্দেশখালি! ‘কেউ আইন নিজের হাতে নিলে…’, হুঁশিয়ারি রাজ্য পুলিশের ADG-র

আপাতত সন্দেশখালিতে ভারতীয় টেলিগ্রাফ আইন মেনে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে সাময়িকভাবে। পাশাপাশি নবান্নের তরফে জানানো হয়েছে, সন্দেশখালির পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। কেউ এই ঘটনায় দোষী হলে তারা রেহাই পাবে না। এদিকে সন্দেশখালি নিয়ে ইতিমধ্যেই সুর চড়াতে শুরু করেছেন বিরোধীরা। ইতিমধ্যেই গোটা ঘটনা প্রসঙ্গে জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি চিঠি দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর হস্তক্ষেপের দাবি করেছেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *