Sandeshkhali News Today : সন্দেশখালিতে ঢুকতে বাধা, বিজেপির রাজভবন অভিযান! অবিলম্বে রাজ্যপালের হস্তক্ষেপের দাবি – bjp mla delegation team appealed to governor of west bengal to interfere in sandeshkhali violence incident


যত সময় যাচ্ছে, সন্দেশখালির প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ছে গোটা রাজ্য। লোকসভা নির্বাচনের মুখে সন্দেশখালির ঘটনা নিয়ে জোর আওয়াজ তুলছে বিজেপি। শনিবার সকালে বিজেপির একটি প্রতিনিধি দল যায় ঘটনাস্থলে। তাঁদেরকে পুলিশি বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে মিছিল করে বিজেপি বিধায়করা রাজভবনে যান। রাজ্যপালকে এই ঘটনায় হস্তক্ষেপ করার আবেদন জানানো হয় বিজেপির তরফে। পুলিশের দাবি, ১৪৪ ধারা জারি থাকার জন্যে তাঁদের ঢুকতে দেওয়া যাবে না।

শনিবার নতুন করে আবার বিক্ষোভ দেখায় গ্রামের মহিলারা। বিক্ষোভকারীদের অভিযোগ, সন্দেশখালি থানার সিতুলিয়া গ্রামে ভুজঙ্গ দাসের বাড়ি গতকাল গভীর রাতে পুলিশ এবং দুষ্কৃতীরা একজোট হয়ে এসে ভুজঙ্গ দাসের বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। ভুজঙ্গ দাসের মাকে মারধর করে, বাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ করে ওই পরিবারের লোকজন । ঘরের ভিতর তছনছ করে দেওয়া হয়। আর এরই প্রতিবাদে আজ আবার বিক্ষোভ শুরু করল সিতুলিয়া গ্রামের মহিলারা।

এদিন রাজভবনে গিয়ে বিজেপি বিধায়করা স্লোগান তোলেন, ‘সন্দেশখালি জ্বলছে কেন জবাব দাও রাজ্যপাল।’ রাজ্যপালকে এই ঘটনায় তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আবেদন জানানো হয়। রাজ্যের বিরোধী দলনেতা

শুভেন্দু অধিকারী জানান, রাজ্যপাল ইতিমধ্যে ব্যবস্থা না নিলে পরের দিন থেকেই রাজভবনের সামনে ধরনা কর্মসূচি পালন করবেন তাঁরা।

Sandeshkhali Incident : ফের উত্তপ্ত সন্দেশখালি! পোল্ট্রি ফার্মে আগুন লাগিয়ে বিক্ষোভ গ্রামবাসীর

সন্দেশখালি এলাকায় দফায় দফায় গত কয়েকদিন ধরে উত্তেজনা চরমে উঠেছে। স্থানীয় তৃণমূল নেতা শিবু প্রসাদ হাজার, উত্তম সর্দারের গ্রেফতারের দাবি সন্দেশখালি থানায় প্রতিবাদ শুরু করেন গ্রামের মহিলারা।

Sandeshkhali News : রাতেই মোতায়েন আরও পুলিশ, সন্দেশখালির শান্তি ফেরাতে উদ্যোগী প্রশাসন
অন্যদিকে, গতকাল রাত থেকে সন্দেশখালি এলাকায় নতুন করে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। রাতেও বিভিন্ন থানা থেকে পুলিশ নিয়ে আসা হচ্ছে সন্দেশখালি থানায়। ধামাখালি নদী পার হয়ে যাচ্ছে প্রচুর বাহিনী সন্দেশখালি থানাতে নিউ আসা হয়। যে পরিস্থিতি গত দুদিন ধরে চলেছে,তার পুনরাবৃত্তি চায় না জেলা পুলিশ প্রশাসন। সেই কারণে শুক্রবার রাতে দফায় দফায় পুলিশ আধিকারিকদের বৈঠক করে জেলা প্রশাসন। ইতিমধ্যে সন্দেশখালি এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। জারি রয়েছে ১৪৪ ধারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *