সৌরভ গঙ্গোপাধ্যায় পুলিশি অভিযোগপত্রে লিখেছেন, ‘আমার ফোনটি বাড়ি থেকে চুরি গিয়েছে বলে মনে করছি। ১৯ জানুয়ারি সকাল সাড়ে ১১টা নাগাদ আমি ফোনটি শেষবারের মতো দেখি। এরপর আমি ফোনটি খোঁজার চেষ্টা করলেও পাইনি। আমার ফোনটি হারিয়ে যাওয়ায় গভীরভাবে উদ্বিগ্ন। কারণ ওই ফোনে একাধিক যোগাযোগ নম্বর রয়েছে এবং ব্যক্তিগত তথ্য ও অ্যাকাউন্টের অ্যাকসেস রয়েছে। আমি ফোনটির হদিশ দেওয়ার জন্য বা উপযুক্ত পদক্ষেপ করার আবেদন জানাচ্ছি।’
এখনও পর্যন্ত ফোনটির হদিশ পাওয়া গিয়েছে কিনা তা স্পষ্ট নয়। সৌরভ গঙ্গোপাধ্যায় একদিকে যেমন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব তেমনই তিনি রাজ্যের বিশিষ্ট শিল্পপতিও বটে। সেক্ষেত্রে তাঁর ফোনে উল্লেখযোগ্য তথ্য থাকাটাই স্বাভাবিক। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফোন চুরি যাওয়া উদ্বেগের বিষয়। পুলিশ সূত্রে খবর, অভিযোগ পাওয়ার পরেই উপযুক্ত পদক্ষেপ করা হয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, শহরের বাইরে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ফেরার পরেই তাঁর ফোনটি পাওয়া যাচ্ছিল না। এরপরেই তিনি মনে করেন সেটি খোয়া গিয়েছে। ফোন চুরির নেপথ্যে কে? তা এখনো জানান যায়নি। তবে দাদার বাড়িতে রংয়ের কাজ চলছিল বলে সূত্রের খবর। সেই সময় রং মিস্ত্রিরা বাড়িতে যাতায়াত করছিলেন। সবমিলিয়ে কী ভাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফোন খোয়া গেল? তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে সম্প্রতি সৌরভ গঙ্গোপাধ্যায় একটি রেঞ্জ রোভার কিনেছেন। যার দাম প্রায় চার কোটির কাছাকাছি। জানা গিয়েছে, এই গাড়িটি জার্মানি থেকে আসছে এবং স্বয়ং দাদা তা পছন্দ করে কিনেছেন। কিন্তু, কোন রং কিনেছেন তিনি, তা এখনও সামনে আসেনি।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ি কলকাতাবাসীর কাছে অজানা নয়। অনেকেই দাদাকে একবার দেখার আশায় বাড়ির সামনে ভিড় করেন। লক্ষ্য একবার যদি দাদার দেখা পাওয়া যায়। গঙ্গোপাধ্যায় পরিবারের গ্যারাজে রয়েছে হরেক রকম গাড়ি। অডি থেকে শুরু করে তালিকাটা অনেকটাই লম্বা। সেখানে দেশ-বিদেশের একাধিক নামীদামি গাড়ির নামও রয়েছে। এবার সেই তালিকায় নয়া সংযোজন রেঞ্জ রোভার। তবে এই গাড়িটি এখনও কলকাতায় এসে পৌঁছয়নি বলেই জানা যাচ্ছে।