CPM MLA Arrested: বাঁশদ্রোণী এলাকা থেকে গ্রেফতার সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক


মৌমিতা চক্রবর্তী: সন্দেশখালিতে ইডির উপরে হামলার পর এলাকাছাড়া তৃণমূল নেতা শেখ শাহজাহান। গতকাল পুলিস গ্রেফতার করেছে তৃণমূল নেতা উত্তম সর্দারকে। শাহাজাহান বেপাত্তা হয়ে যাওয়ার পর মুখ খুলেছিলেন সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার। এবার সন্দেশখালির সেই প্রাক্তন সিপিএম বিধায়ককে গ্রেফতার করল পুলিস। তাকে গ্রেফতার করা হল বাঁশদ্রোণী থেকে।

আরও পড়ুন-বাড়ি থেকেই চুরি লক্ষাধিক টাকার ফোন, মহাবিপাকে উদ্বিগ্ন মহারাজ! চিঠি দিলেন থানায়

সন্দেশখালিতে যেদিন ইডির উপরে হামলা হয়েছিল সেইদিন ঘটনাস্থলে হাজির ছিলেন নিরাপদ সর্দার। এমনটাই অভিযোগ উঠছে। তবে সিপিএমের বক্তব্য, ওই দিন সিপিএমের রাজ্য কমিটির বৈঠক ছিল। ওই বৈঠকে যোগ দেওয়ার পর নিরাপদবাবু চলে যান বীরভূম। আজ তাঁকে তার ছেলের বাড়ি বাঁশদ্রোণী থানা এলাকা থেকে গ্রেফতার করেছে বাঁশদ্রোণী থানার পুলিস। ওই ঘটনার প্রতিবাতদে ইতিমধ্যেই বিক্ষোভ শুরু করেছে সিপিএম সমর্থকরা। আইনি পথে এর মোকাবিলা করা হবে বলে বলা হয়েছে। নিরাপদ সর্দার এলাকার প্রাক্তন বিধায়ক। একজন জনপ্রিয় মানুষ। এলাকায় কাজ করছিলেন। সেই কারণেই যারা হামলায় জড়িত তাদের গ্রেফতার না করে নিরাপদ সর্দারকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, শেখ শাহজাহানকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন নিরাপদ বাবু বলেছিলেন, পুলিস আড়াল করে রেখেছে শেখ শাহজাহানকে। তিন দিন আগে শেখ শাহজাহানকে সন্দেশখালি থেকে বেরিয়ে কোরাকাঠিতে যেতে দেখেছি। কোরাকাঠির প্রধান কণিকা রায়ের বাড়িতেই সে রাত কাটিয়েছে। তার পরেও পুলিস তাঁকে খুঁজে পাচ্ছে না। আসলে পুলিস তাকে কড়া নিরাপত্তার মধ্যে রেখেছে। পুলিস তাঁকে গার্ড করে রেখেছে যাতে তার নাগাল না পাওয়া যায়। সন্দেশখালির বাইরে শাহজাহানের নিরাপত্তা নেই। সন্দেশখালিতেই তাঁকে থাকতে হবে। তাই সে এদিকে ওদিক ঘুরে বেড়াচ্ছে। আমরা জানি পুলিস চাইলেই তাকে ধরতে পারে। আসলে  শাহজাহান ধরা পড়লে আরও অনেকে ধরা পড়ে যেতে পারে।

সবিস্তার আসছে……

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *