কার্তিক আরিয়ানের সঙ্গে দেখা করতে মুম্বই হাজির তাঁর এক ভক্ত। ঝাঁসি থেকে সাইকেল চালিয়ে মুম্বই এসেছেন এক যুবক। সাইকেলে ১১৬০ কিলোমিটার পথ পার করে এসেছেন বলে খবর (Kartik Aaryan Fan)। মুম্বই আসার একটাই উদ্দেশ্য, কার্তিক আরিয়ানের সঙ্গে দেখা করা। এমন পাগল ভক্তকে কাছে টেনে না নিয়ে কী পারা যায়। ভক্তকে দেখেই এগিয়ে এলেন কার্তিক। কর্তিককে দেখেই পা ছুঁয়ে প্রণাম যুবকের। ভক্তের কাঁধে হাত রেখে ছবিও তুললেন কার্তিক (Bollywood Actor)। এই ভিডিয়ো স্যোশাল মিডিয়াতে ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি। আসুন দেখে নিন এই ভিডিয়ো। দেশ থেকে রাজ্যের সমস্ত জেলার নানা খবর বিশেষত বিনোদন সংক্রান্ত খবরে আপডেটেড থাকতে আপনাদের নজর থাকুক এই সময় ডিজিটালে। Watch The Entertainment Video.
