Kolkata Metro : কথা রাখল KMRCL, মেট্রোর কাজে ক্ষতিগ্রস্ত বউবাজারের বাড়িগুলির মেরামতি ও হস্তান্তর শুরু – kmrcl starts to repair and handover process of those houses which were affected during east west metro tunnel work at bowbazar durga pituri lane


মেট্রোর কাজের জন্য বউবাজার এলাকায় ক্ষতিগ্রস্ত বাড়িগুলি মেরামত এবং হস্তান্তরের কাজ শুরু হয়েছে। ইস্ট-ওয়েস্ট করিডোরে এসপ্ল্যানেড থেকে শিয়ালদার মাঝে মাটির নীচে কাজের সময় ক্ষতিগ্রস্ত হয় বাড়িগুলি। ওই বাড়ির বেশিরভাগই ছিল অত্যন্ত পুরও। সেই বিপর্যয়ের জেরে কেএমআরসিএল কর্তৃপক্ষ নির্মাণ কাজ শেষ হওয়ার পর বাড়িগুলি মেরামত এবং সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বাড়িগুলিকে পুনর্নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। রবিবার মেট্রোর তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানান হয়েছে।

সেই প্রতিশ্রুতি রক্ষায় ইতিমধ্যেই ৬বি দুর্গা পিতুরি লেনের ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামত করে তা বাসযোগ্য অবস্থায় মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাড়ি ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন চার সদস্যের পরিবার। বর্তমানে ১৯/১এ দুর্গা পিতুরি লেন এবং ১২ মদন দত্ত লেনের দু’টি বাড়ির মেরামতির কাজও অনেকটা এগিয়ে গিয়েছে। এই দু’টি বাড়ির প্রায় ৭০ শতাংশ মেরামতির কাজ শেষ হয়েছে। খুব শীঘ্রই এই দু’টি বাড়ি তাঁদের মালিকদের কাছে হস্তান্তর করা হবে বলেও আশা করা হচ্ছে। আরেকটি বাড়ি ১/৪, দুর্গা পিতুরি লেনের মেরামতের কাজ সবে শুরু হয়েছে। ১৯ নম্বর, দুর্গা পিতুরি লেনের ক্ষতিগ্রস্ত বাড়ির মেরামতের কাজও শীঘ্রই শুরু হবে।

জানা গিয়েছে, ইঞজিনিয়ররা এই ক্ষতিগ্রস্থ ঘরগুলি মেরামত করার সময়, ফাউন্ডেশনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত দেয়ালগুলির জন্য হাই টেনসাইল স্টিল (এইচটিএস) স্টিচিং, অ্যাপোক্সি গ্রাউটিং এবং যেখানে প্রয়োজন সেখানে পুনরায় মেঝে তৈরি করছেন। এই ফলে বাড়িগুলির স্থায়িত্ব আরও অনেক বেশি বেড়ে যাবে বলেই মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, মেট্রোর কাজ চলার সময় ২০১৯ সালের ৩১ অগাস্ট বউবাজারে নেমে এসেছিল ভয়াবহ বিপর্যয়। এসপ্ল্যানেড থেকে শিয়ালদার পথে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের গতি ধাক্কা খেয়েছিলেন এই বউবাজার এলাকায়। মেশিন দিয়ে সুড়ঙ্গ কাটার সময়ই ঘটে যায় বিপত্তি। বউবাজারের দুর্গা পিতুরি লেন ও স্যাকরাপাড়া লেনের ৭৪টি বাড়িতে প্রত্যক্ষভাবে তার প্রভাব পড়ে। যার জেরে সেখানকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়।

এরপর ২০২২ সালের মে মাসে ফের একবার মেট্রোর কাজ চলাকালীন বিপত্তি দেখা যায়। বেশকিছু বাড়িতে তৈরি হয় ফাটল তারপর ২০২৩ সালের জুন মাসেও একই ঘটনার পুনারবৃত্তি হয়। সেই সময় ৬বি দুর্গা পিতুরি লেনের একটি বাড়িতে দেখা গিয়েছিল ফাটল। তবে এবার সেই ক্ষতিগ্রস্ত বাড়িগুলিকে সারিয়ে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *