Raiganj News : ‘বিজেপিকে চাই, বহিরাগত দেবশ্রী চৌধুরীকে নয়!’ রায়গঞ্জজুড়ে পোস্টারে তুমুল শোরগোল – poster against bjp mp debasree chaudhuri at raiganj north dinajpur


ফের পোস্টার বিতর্ক। ঘটাস্থল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহর। এবারে লোকসভা নির্বাচনের আগে সরাসরি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ দেবশ্রী চৌধুরীর নামে পোস্টারে ছয়লাপ গোটা শহর। পোস্টারে লেখা রয়েছে, ‘বিজেপিকে চাই! বহিরাগত দেবশ্রী চৌধুরীকে নয়।’ আর এই পোস্টারকে ঘিরে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।

পোস্টারের নীচে লেখা ‘বিনীত – বিজেপির কার্যকর্তাবৃন্দ, উত্তর দিনাজপুর।’ আর এই পোস্টারকে ঘিরে জেলা বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীকোন্দলই প্রকাশ পাচ্ছে বলে মনে করছে রাজনৈতিকমহলের একাংশ। পাশাপাশি এর মধ্যে দিয়ে বিজেপি কর্মীরা জেলা নেতৃত্বের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বলেই দাবি তৃণমূল কংগ্রেসের। পালটা এর পিছনে প্রতিপক্ষের চক্রান্ত রয়েছে বলেই দাবি জেলা বিজেপি নেতৃত্বের। এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও নেতা ও কর্মীদের সম্পর্ক নেই বলেও সাফ দাবি তাঁদের।

প্রসঙ্গত, উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে এর আগেও ২ বার জেলার ভূমিপুত্র/ভূমিকন্যাদের প্রার্থী করতে হবে বলে পোস্টার পড়েছিল। সেই পোস্টারগুলিকে ঘিরেও শোরগোল পড়ে গিয়েছিল জেলার রাজনৈতিকমহলে। তবে এবার সরাসরি সাংসদ দেবশ্রী চৌধুরীর নামে পোস্টার লাগানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এই ঘটনায় তৃণমূলের জেলা সহসভাপতি অরিন্দম সরকার বলেন, ‘এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ। এর আগেও বিজেপির নেতাকর্মীরা সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে পোস্টার লাগিয়েছিলেন। এই জেলায় বিজেপির সংগঠন তলানিতে এসে ঠেকেছে। এর সঙ্গে কংগ্রেসের কোন সম্পর্ক নেই।’
যদিও এই ঘটনায় বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার বলেন, ‘জেলায় বিজেপিকে ভয় পেয়ে তৃণমল এই ঘটনা ঘটিয়েছে। বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চালাচ্ছে তারা। তবে এই ঘটনার সঙ্গে কারা যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে, এবং এই ঘটনার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।’ তবে আসন্ন লোকসভা নির্বাচনের আগে এই ধরনের ঘটনায় জেলার রাজনৈতিকমহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রসঙ্গত, কয়েকদিন আগে পোস্টার দেখা যায় বিজেপির আরও এক মহিলা সাংসদের নামে। হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের নামে পোস্টার দেখা যায়। সেই পোস্টারে লেখা ছিল, ‘কেন্দ্রীয় নেতাদের কাছে আবেদন. বহিরাগত পরিযায়ী লকেট চট্টোপাধ্যায়কে শ্রীরামপুর লোকসভায় চাপিয়ে দেওয়া চলবে না। শ্রীরামপুরের ভূমিপুত্র চাই (দয়া করে কেউ আমাদের তৃণমূল বা কংগ্রেস বলবেন না, আমরা বিজেপির কর্মী)।’ যদিও পরে সেই বিষয়ে লকেটকে প্রশ্ন করা হলে, ঘটনায় একেবারেই গুরুত্ব দিতে চাননি তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *