‘এত অহংকার কীসের?’ ফ্যানকে মাইক দিয়ে মার, তুমুল বিতর্কে আদিত্য!


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিয়ো(Viral Video)। যেখানে দেখা যাচ্ছে, কনসার্টের মাঝেই এক শ্রোতাকে মাইক দিয়ে কার্যত মারছেন আদিত্য নারায়ণ(Aditya Narayan)। শুধু তাই নয়, সেই ফ্যানের থেকে ফোন কেড়ে নিয়ে কার্যত ছুড়ে ফেলে দেন আদিত্য। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়েছে সেই ভিডিয়ো, যা দেখে হতবাক নেটপাড়া। 

আরও পড়ুন- Ranveer Singh: সুখী যৌনতার প্রচারে পর্নতারকার সঙ্গে রণবীর, নেটপাড়ায় শোরগোল…

কনসার্টে গান গাওয়ার সময় ভক্তের মাথায় মাইক দিয়ে আঘাত করে এবং তাঁর ফোন ছুড়ে ফেলে দিয়ে তুমুল সমালোচনার মুখে বলিউডের জনপ্রিয় গায়ক উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণ। ছত্তিশগড়ে কনসার্ট করতে গিয়ে এই কাণ্ড ঘটান আদিত্য, যা হতবাক করেছে ভক্তদেরও। এর আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন আদিত্য। তবে এবার প্রকাশ্যে গায়ে হাত তুললেন এক শ্রোতার।

ছত্তিশগড়ের ভিলাইয়ের রুংটা আর-টু কলেজে ওপেন এয়ার কনসার্ট করতে গিয়ে মেজাজ হারান গায়ক। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, মঞ্চে নেচে গেয়ে দর্শকদের মাতিয়ে রেখেছেন আদিত্য। এমন সময় এক শ্রোতা হাতে ফোন নিয়ে তাঁকে ভিডিও করছিলেন। হঠাৎ মেজাজ হারিয়ে সেই শ্রোতার মাথায় নিজের মাইক দিয়ে আঘাত করে বসেন আদিত্য। এরপর তাঁর ফোন কেড়ে নিয়ে ভিড়ের মধ্যে ছুড়ে মারেন। এরপর মাইক হাতে ফের গাইতে শুরু করেন। আদিত্যের এমন আচরণে স্তম্ভিত অনুরাগীরা।

 

আদিত্যর সেই ভিডিও এখন ভাইরাল। সামাজিক মাধ্যমে চলছে নিন্দার ঝড়। দোষীয় কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন গায়ককে। কারো কারো মতে, এ ধরনের আচরণ তাঁর জনপ্রিয়তায় ভাঁটা ফেলবে। কেউ বা মনে করেন, বাবার মতো উদার মানসিকতার হতে পারেননি আদিত্য। কেউ কেউ আবার তাঁকে অহংকারী বলেও কটাক্ষ করেছেন। 

আরও পড়ুন- Mithun Chakraborty: ‘রাক্ষসের মতো গোগ্রাসে খাই…’ হাসপাতাল থেকে বেরিয়ে সচেতনতার বার্তা মিঠুনের

বাবা উদিত নারায়ণ সুরের জগতে অন্যতম মহারথী। ভারতের একজন জীবন্ত কিংবদন্তি তিনি। উপহার দিয়েছেন হাজার হাজার হিট গান। বাবার সুবাদে ছেলে আদিত্য নারায়ণকে বেশি বেগ পেতে হয়নি ইন্ডাস্ট্রিতে। যদিও বলিউডের তাঁর কেরিয়ার তেমন উজ্জ্বল হয়নি এখনো। তবে বিভিন্ন রিয়ালিটি শোয়ের সঞ্চালক হিসেবে দেখা যায় তাঁকে। ইন্ডিয়ান আইডলের মঞ্চে তিনি নিয়মিত সঞ্চালক ছিলেন, তবে এই সিজনে আর তাঁকে দেখা যায়নি। দেশজুড়ে কনসার্টেও নিয়মিত পারফর্ম করেন আদিত্য। তিনি ‘দিল বেচারা’ এবং ‘রাম লীলার মতো জনপ্রিয় চলচ্চিত্রে গান গেয়েছেন। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *