গোরুমারা ও জলদাপাড়ার এবারে বক্সা ব্যাঘ্র প্রকল্পে কুনকি হাতির সাহায্যে জঙ্গলে টহলদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে বন দপ্তর। গত দু’মাসে বারবার বক্সায় বাঘের অস্তিত্ব ধরা পড়েছে। এবারে জঙ্গলটির নিরাপত্তা আঁটসাট করার সিদ্ধান্ত নিয়েছে বন দপ্তর। জানা গিয়েছে, দু’টি কুনকি হাতিকে নজরদারি চালানোর জন্য আনা হবে বক্সা ব্যাঘ্র প্রকল্পে।
Source link
