আইসিডিএস কর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে তাঁদের বেতন বৃদ্ধির দাবি জানালেও সে ব্যাপারে কোনও সরকারই কর্ণপাত করছে না। তাঁরা জানান, কেন্দ্রীয় সরকার তাঁদের ব্যাপারে কোনওরকম চিন্তাভাবনা করছেন না। এদিকে, রাজ্য সরকারের বেতন বৃদ্ধির ব্যাপারে কোনও সদিচ্ছা প্রকাশ করছেন না। সেই কারণেই এদিন আন্দোলনে নামেন তাঁরা।
আইসিডিএস কর্মীদের একটি প্রতিনিধি দল সোমবার আনদলনের মাঝে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার সঙ্গে দেখা করেন। এদিন, আন্দোলনরত অবস্থায় তাঁরা রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে দেখা করার কথা জানান। যতক্ষণ না পর্যন্ত তিনি দেখা না করছেন ততক্ষণ আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান। বেশ কিছুক্ষণ আন্দোলন চলার পর তাঁদের চারজনের একটি প্রতিনিধি দল যায় মন্ত্রী শশী পাঁজার সঙ্গে দেখা করতে।
মন্ত্রীর সঙ্গে দেখা করার পরেও তাঁরা সন্তুষ্ট নন বলে জানান আইসিডিএস কর্মীরা। এক আইসিডিএস কর্মী বলেন, ‘আমরা কেন্দ্রীয় সরকারের বিরোধী। তাঁরা আমাদের জন্য কিছু করছে না। আবার এই সরকারও আমাদের নিশ্চিত আশ্বাস দিচ্ছে না। আমাদের শুধু মা ও শিশুদের দেখার কাজ। সেখানে আমাদের দিয়ে একাধিক কাজ করিয়ে নেওয়া হচ্ছে। এখানে মেলা, খেলা, দুয়ারে সরকার সব জায়গায় আমাদের কাজে লাগানো হচ্ছে। কিন্তু, আমাদের বেতন বৃদ্ধির কোনও নিশ্চিত আশ্বাস দেওয়া হচ্ছে না। আমরা এই বৈঠকে খুশি নয়।’ আগামী দিনে তাঁরা সাত দিনের কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন।
দীর্ঘদিন ধরেই তাঁদের দাবি, অঙ্গনওয়াড়ি কর্মী হিসাবে যাঁরা জেলায় জেলায় কাজ করেন তাঁদের চাকরি স্থায়ী করতে হবে। এছাড়াও প্রফিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটির সুবিধা দিতে হবে তাঁদের। এমনকি, সরকারি কর্মীরা যে সমস্ত সুযোগ সুবিধা পান, সেই সমস্ত সুযোগ তাঁদের দিতে হবে এই দাবিতে তাঁরা আন্দোলন চালিয়ে আসছেন। এদিনও তাঁরা ধর্মতলা থেকে মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন। অন্যদিকে, গত ডিসেম্বর মাসেও তাঁরা একই দাবি নিয়ে ধর্মতলায় আন্দোলন করেছিলেন।