Indian Air Force : টার্গেট মিস! বায়ুসেনার বোমা পড়ল ধান জমিতে, শোরগোল ঝাড়গ্রামে – indian air force bombing in a village mistakenly at training time creates tension at jhargram


বায়ু সেনার প্রশিক্ষণ শিবির থেকে টার্গেট মিস। সেই বোমা গিয়ে পড়ল ধান জমিতে। ক্ষতিগ্রস্ত হল জমির পাশে থাকা ট্রান্সফর্মার, জমিতে জল দেওয়ার পাম্প। অল্পের জন্য রক্ষা পেলেন গ্রামবাসীরা। হুলস্থুল কাণ্ড ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলে। জমিতে প্রভূত ক্ষতি হওয়ার কারণে ক্ষতিপূরণের দাবি তুলেছেন স্থানীয় গ্রামবাসীরা।

সোমবার দুপুর আনুমানিক ৩ টার সময় ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলের থানার অন্তর্গত চামটিডাঙ্গা গ্রামের ঘটনা ঘটে। বায়ুসেনার বোমায় প্রায় পুকুরে পরিণত হল ধান জমি। ফাটল ধরল গ্রামের একাধিক মাটির বাড়িতে। কলাইকুন্ডা বায়ু সেনার প্রশিক্ষণ চলাকালীন বোমা নিক্ষেপের জায়গা থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে বোম নিক্ষেপ করে প্রশিক্ষণরত ফাইটার বিমান। ৪ লাখ ভোল্টের হাই টেনশন তার ছিঁড়ে ধান জমিতে বোমা পড়তেই কেঁপে ওঠে পুরো গ্রাম। ধান জমি বিশাল আকারের পুকুরে পরিণত হয়। ধান জমির পাশে থাকা বিদ্যুতের ট্রান্সফর্মার ও জমিতে জল দেওয়ার পাম্প পুড়ে যায়। বোমার তীব্রতায় গ্রামের একাধিক বাড়ির চালা উড়ে যায়, কারও বাড়ির মাটির দেওয়াল ফেটে যায়।

এদিন সকাল থেকেই বায়ু সেনার প্রশিক্ষণ চলছিল। বায়ু সেনার ফাইটার বিমান কলাইকুন্ডা এয়ার ব্যাস থেকে উড়ান শুরু করে সাঁকরাইল থানার অন্তর্গত আগাননালীর বোম্বিং এরিয়ায় বোমা নিক্ষেপ করে। গ্রামবাসীরা জানায়, এদিন সকাল থেকে আগাননালীর বোম্বিং এরিয়ায় দিক থেকে প্রায় ৪ বার বোম ফেলার আওয়াজ পেয়েছিল তাঁরা। কিন্তু দুপুরে হঠাৎ করে চিত্রটা বদলে যায়।

বোমের আওয়াজে কেঁপে ওঠে চামটিডাঙ্গা, পেঁচাবিন্ধা, জোড়াশাল, হাঁড়িভাঙ্গা গ্রাম গুলি। পেঁচাবিন্ধা গ্রামের বাসিন্দা ধান জমির মালিক স্বপন সিং বলেন, ‘৫ থেকে ৬ দিন আগেই ধান পুঁতেছি। বায়ু সেনার বোমা আমার জমিতে পড়ে দেড় বিঘা জমির মধ্যে প্রায় ২০ কাটা জমি পুকুর হয়ে গিয়ে। জমির মাটি পুড়ে কালো হয়ে গিয়েছে। এই মাটির আর ৪ থেকে ৫ বছর ধান ফলবে না।

তিনি জানান, বায়ু সেনাকে আমার জমির ক্ষতিপূরণ দিতে হবে। পেঁচাবিন্ধা গ্রামের বাসিন্দা জমিতে জল দেওয়ার পাম্পের মালিক বিনয় পাত্র বলেন, ‘বায়ু সেনার বোম পড়ে আমরা পাম্প, বিদ্যুতের ট্রান্সফর্মার এবং আমার চালা বাড়িটি পুড়ে গিয়েছে।’ হরিপদ মাহাতো, ভবেশ মাহাতো, কালীপদ মাহাতো গ্রামবাসীরা বলেন, ‘আনুমানিক দুপুর তিনটার সময় বিকট বোমের আওয়াজে গোটা গ্রাম কেঁপে উঠে। মাটির দেওয়ালে ফাঁট ধরেছে। বাড়ির চালা উড়ে যায়।

খড়গপুর-চাইবাসা ইন্টারস্টেট ৪ লক্ষ ভোল্টের সিনিয়র ম্যানেজার টিকে সিনহা জানিয়েছেন, বায়ুসেনার বোমা ৪ লাখ ভোল্টের একটি তারে হিট করে এবং তার ছিঁড়ে দেয়। ইন্টারনেট এই বিদ্যুৎ পরিষেবার একটি সাইট বন্ধ রাখা হয়েছে এবং অন্য একটি সাইট চালু রয়েছে। যদিও এই ঘটনার পর থেকে চামটিডাঙ্গা সহ পার্শ্ববর্তী গ্রামগুলিতে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রয়েছে। বায়ু সোনার বোম নিক্ষেপ প্রসঙ্গে বায়ু সেনার পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *