Kolkata Weather Update : সরস্বতী পুজোয় ভিজবে কলকাতাও? দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস – weather forecast in kolkata february 13 light rain forecast in south bengal


রাত পেরোলেই সরস্বতী পুজো। তার সঙ্গে ভ্যালেন্টইন্স ডেও বটে। তরুণ-তরুণীদের কাছে এরকম প্রেম দিবসের দিনটিও কি বৃষ্টিতে মাটি হবে? শীতের হালকা প্রভাব রয়েছে এখনও গোটা বঙ্গ জুড়ে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল এবং সন্ধ্যের পর এখনও হালকা সোয়েটার, জ্যাকেট পরে বেরোতে হচ্ছে। তবে সরস্বতী পুজোতে কি দুর্যোগের ভ্রুকুটি? জেনে নেওয়া যাক আবহাওয়া দফতরের আপডেট।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানা গিয়েছে, আগামী দু’দিনে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে। পরের তিনদিন তাপমাত্রার কোনও হেরফের হবে না বলেই পূর্বাভাস। তবে তাপমাত্রা বাড়লেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা বঙ্গের একাধিক জেলায়। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ মিলিয়ে একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

কলকাতার আবহাওয়া কেমন?

কলকাতায় সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে। মঙ্গলবার যদিও কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে সরস্বতীর পুজো ও পরের দিন হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। বৃহস্পতিবার বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া?

দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায়। সঙ্গে হালকা বাতাস বইবে। হাওয়া অফিস জানিয়েছে, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা ৪ জেলায়। বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে বলে খবর। কলকাতা-সহ সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বাকি ১১টি জেলার অর্থাৎ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বুধবারের পর থেকে বৃষ্টি হবে।

প্রেমের মরসুমে বৃষ্টির ভ্রুকুটি, নজরে আজকের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া?

উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বুধবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় বুধবার না থাকেলও বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের প্রতিটি জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবারের পর থেকে বৃষ্টিপাত কমবে। আবহাওয়ার উন্নতির কথা জানিয়েছে হাওয়া অফিস।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *