Raiganj News : চোপড়া সীমান্ত এলাকায় ৪ শিশুর মৃত্যু! BSF-কে নিশানা তৃণমূলের, রাজ্য জুড়ে প্রতিবাদের ডাক – tmc will protest against bsf for the child death incident at border area in chopra uttar dinajpur


ভারত বাংলাদেশ সীমান্তে নিকাশি ব্যবস্থার কাজ চলাকালীন মাটি ধ্বসে চার শিশুর মৃত্যু। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়া থানার চেতনাগছে এলাকায়। স্থানীয় মানুষ ও বিএসএফ জওয়ানেরা শিশুদের মাটির তলা থেকে উদ্ধার করে চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষনা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল। আগামীকাল বিষয়টি নিয়ে তৃণমূলের প্রতিনিধি দল যাচ্ছে রাজভবনে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার চেতনাগছ গ্রামে ভারত বাংলাদেশ সীমান্তে ছোট নিকাশি নালা ছিল। সেই নিকাশি নালা বড় করার জন্য জেসিবি দিয়ে নালা তৈরির কাজ চলছিল। নালা তৈরির কাজে সহায়তা করেছিল কর্মরত বিএসএফ জওয়ানরা।

সেই সময় এলাকার বেশ কিছু শিশু সেই কাজ দেখতে গিয়েছিল। কাজ চলাকালীন আচমকা সেই গভীর নালার মাটি ধসে যায়। মাটির তলায় চাঁপা পড়ে চার শিশু। স্থানীয় মানুষ ও বিএসএফ জওয়ানেরা দ্রুত তাদের উদ্ধার করে চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে শিশুদের নিয়ে এলে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ সেখানে ভিড় জমান। এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাস্থলে ছুটে আসে বিএসএফ জওয়ান ও চোপড়া থানার পুলিশ।

স্থানীয় বাসিন্দা আব্দুল মানি জানিয়েছেন, চেতনাগছ গ্রামে ভারত বাংলাদেশ সীমান্তে এলাকায় জেসিবি দিয়ে ড্রেন কাটার কাজ চলছিল। এলাকার বেশ কিছু শিশু সেখানে কাজ দেখতে গিয়েছিল সেই সময় আচমকাই মাটি ধ্বসে যায়। মাটির নিচে চাপা পরে চারজন শিশু। আমি পৌঁছনোর সঙ্গে সঙ্গে আমাকে দুটি শিশু আমার হাতে তুলে দিল। ওই সময় শিশু দুটি শ্বাস নিচ্ছিল। আমি নিয়ে যেতে যেতেই শিশু দুটি মারা গেল। মোট চারজন শিশুর মৃত্যু হয়েছে এই ঘটনায়।

অন্যদিকে বিএসএফের এক জওয়ান জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে আমরা যাই। কীভাবে ঘটনাটি ঘটেছে কিছুই বলতে পারবে না বলে জানিয়েছে তিনি। তড়িঘড়ি ওই শিশুদের চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা হয়। অপরদিকে ইসলামপুর পুলিশ জেলা পুলিশ সুপার জবি থমাস টেলিফোনে জানিয়েছেন, ‘ঘটনায় চারজন শিশুর মৃত্যু হয়েছে। তাদের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।’

Raiganj News : ‘বিজেপিকে চাই, বহিরাগত দেবশ্রী চৌধুরীকে নয়!’ রায়গঞ্জজুড়ে পোস্টারে তুমুল শোরগোল
অন্যদিকে, বিষয়টি নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। সাংবাদিক বৈঠক করে রাজ্যের মন্ত্রী জানান, একজন মা হয়ে আমি শিহরিত হয়েছি এই ঘটনায়। অসহায় নাগরিকদের ভীতি প্রদর্শনের সঙ্গে এবার অসতর্কতার জন্য শিশু নিধন বিএসএফের একাংশের নতুন মডেল হয়েছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা। আগামীকাল রাজভবনে বিষয়টি নিয়ে অভিযোগ জানতে যাবে তৃণমূলের একটি প্রতিনিধি দল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *