ছোটপর্দার মিঠাইয়ের বড় পর্দায় অভিষেক দেবের হাত ধরে। দেবের প্রযোজনায় অভিজিত সেনের পরিচালনায় প্রধান ছবি সৌমিতৃষাকে সেই কাঙ্খিত প্ল্যাটফর্ম দিয়েছে যার জন্যে নায়িকারা অপেক্ষা করে থাকেন। ছোট থেকে বড় পর্দা, সৌমিতৃষা পেয়েছেন দর্শকের অফুরান ভালোবাসা। প্রধানের ৫০ দিন পূর্তি উপলক্ষ্যে কী উপলব্ধি নায়িকার?