ED Raid: রেশন বন্টন দুর্নীতিতে ফের তল্লাশিতে ইডি, ৬ জায়গায় অভিযান


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রেশন দুর্নীতির শিকড়ের খোঁজ। সন্দেশখালি আঁচের মধ্যেই তত্‍পর ইডি। রেশন দুর্নীতিতে ফের অভিযানে ইডি। সল্টলেক, পার্ক স্ট্রিট, নিউ-আলিপুর-সহ কলকাতার একাধিক জায়গায় হানা। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে তল্লাশি। কৈখালিতে অভিযানে জীবনকৃষ্ণর ছায়া। ইডি হানা দিতেই মোবাইল ছুড়ে ফেললেন ব্যবসায়ী। পরে খুঁজে আনলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বাকিবুর রহমানের ঘনিষ্ঠ ব্যবসায়ীর ফ্ল্যাটে তল্লাশি। 

আরও পড়ুন, Sandeshkhali: সন্দেশখালিকাণ্ডে জামিন পাওয়ার পর ফের গ্রেফতার বিকাশ-উত্তম!

সল্টলেকেও হানা ইডির। আইবি ব্লকে বিশ্বজিত্‍ দাসের বাড়িতে তদন্তকারীরা। বিলাসবহুল গাড়িতেও তল্লাশি। শঙ্কর আঢ্যকে জেরায় নাম। রেশন দুর্নীতির টাকাই কি বিশ্বজিতের এক্সপোর্ট-ইমোপোর্টের কারবারে? যোগসূত্রের খোঁজে ইডি। রেশন দুর্নীতি তদন্তে ফের একবার কৈখালিতে বাকিবুর রহমানের অভিজাত আবাসনে তল্লাশিতে ইডি আধিকারিকেরা। তবে এবার বাকিবুরের ফ্ল্যাটে নয়, বাকিবুর ঘনিষ্ঠ ব্যবসায়ী ওই আবাসনের বাসিন্দা হানিস তোসিবালের ফ্লাটে অভিযান চালাচ্ছে ই ডি আধিকারিকেরা। প্রায় দেড় ঘন্টা ধরে বলছে এই অভিযান।

এখানেই ইডি আধিকারিকরা আসার পরেই ব্যবসায়ী মোবাইল ফোন ছুড়ে অন্যত্র ফেলে দেয়। পরবর্তী সময় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা তা উদ্ধার করে। অন্যদিকে, কলকাতা মেট্রোপলিটন বি ব্লকের ১৩১ নম্বর বহুতল। থার্ড ফ্লোরে ফ্ল্যাট রয়েছে বিশ্বজিৎ দাসের। রেশন বন্টন দুর্নীতি মামলায় তথ্য তালাসে সেখানেই ইডির হানা। মেট্রোপলিটনের বি-ব্লক ও পি ব্লক এ দুটি ফ্ল্যাট রয়েছে বিশ্বজিৎ দাসের। রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত শংকর আঢ্য ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাস। এক্সপোর্ট ইমপোর্ট এবং ফরেক্স-এর ব্যবসা রয়েছে বিশ্বজিতের।

আরও পড়ুন, Nusrat Jahan: ‘আমাদের কাজ আগুন নেভানো, ঘি দেওয়া নয়’, সন্দেশখালি নিয়ে সরব নুসরত

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *