HS Exam 2024 : মালদার বিভিন্ন পরীক্ষাকেন্দ্র যেন ভোট-বুথ! চেহারা দুর্গের – malda various higher secondary examination centre high security with cctv


এই সময়: মাধ্যমিক পরীক্ষা থেকে শিক্ষা নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মালদা জেলার পরীক্ষা সেন্টারগুলোকে ভোটের বুথের মতো দুর্গের চেহারা দিচ্ছে। উচ্চ মাধ্যমিকে রাজ্যজুড়ে ১৭৬টি সংবেদনশীল কেন্দ্রের মধ্যে শুধু মালদা জেলাতেই এরকম স্পর্শকাতর সেন্টার রয়েছে ৫৭টি। অর্থাৎ, রাজ্যের এক তৃতীয়াংশ স্পর্শকাতর কেন্দ্র শুধুমাত্র মালদাতেই।

পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের লিখিত অনুরোধ, ‘অসাধু চক্র ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে। সে জন্য কোনও গুজবে কান না দিয়ে শান্তভাবে পরীক্ষা দিতে হবে। সুরক্ষা ক্ষেত্রে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।’

পরীক্ষার্থীদের মোবাইল ফোন ও নিষিদ্ধ ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ ঠেকাতে সব রকম ব্যবস্থা থাকছে এই সব স্কুলে। ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের প্রবেশের মূল গেটেই বসানো হচ্ছে সিসিটিভি। সঙ্গে হ্যান্ড হেল্ড মেটাল ডিটেক্টরও থাকবে। এমনকী, ভ্রাম্যমান রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টরের মাধ্যমে (আরএফডি) পরীক্ষা কেন্দ্রে মোবাইল ছাড়া অন্য কোনও অ্যাকটিভ কমিউনিকেশন ডিভাইস (ব্লুটুথ হেডফোন) থাকলে, সঙ্গে সঙ্গে তাও চিহ্নিত করা সম্ভব হবে।

ভেন্যু সুপারভাইজারের ঘরেও থাকবে সিসিটিভি। প্রতিটি কেন্দ্রে সব সিসিটিভির ফুটেজ একমাস সংরক্ষিত রাখার নির্দেশও দেওয়া হয়েছে। এ ছাড়া পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তার তদারকিতে থাকা পুলিশ কর্মীদেরও বলা হয়েছে সতর্ক থাকতে। শুক্রবার থেকে রাজ্যে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

তার আগে মঙ্গলবার চিরঞ্জীব সাংবাদিক সম্মেলনে বলেন, ‘উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে এ বার ইউনিক সিরিয়াল নম্বর থাকছে। সংসদ অফিসে বসেই প্রতিটি জেলার, কোন ভেন্যুর কোন ঘরে ৬০টি বিষয়ের প্রশ্নপত্র গিয়েছে, তা সহজেই চিহ্নিত করা যাবে।’ তিনি জানান, জেলায়-জেলায় বৈঠকের সময়ে ঠিক হয়েছিল, ১৪টি বিষয়ের প্রশ্নে ইউনিক সিরিয়াল নম্বর থাকবে। এখন তা বদলে ৬০ করা হয়েছে।

চিরঞ্জীবের সংযোজন, ‘খাতার ওপরে পরীক্ষার্থীদের সিরিয়াল নম্বর লিখতে হবে। এছাড়া সহজেই প্রতিটি প্রশ্নপত্র ট্র্যাকিংয়ের জন্য সিরিয়াল নম্বর ছাড়া কিউআর কোড এবং বারকোডও দেওয়া থাকবে।’ অন্যদিকে, সংসদ সচিব প্রিয়দর্শিনী মল্লিক বলেন, ‘পরীক্ষা চলাকালীন কোনও পরীক্ষার্থী ফোন নিয়ে ধরা পড়লে, তাঁর সেদিনের পরীক্ষা বাতিল হবে। বাকি পরীক্ষার ভবিষ্যত অপরাধের গুরুত্ব অনুযায়ী সংসদের কমিটি বিবেচনা করবে।’

সভাপতি জানান, পরীক্ষার হলে দু’জন করে ইনভিজিলেটর থাকবে। ৫০ জনের জন্য যে দু’জন থাকবেন, তাঁদের একজন সোয়া ন’টায় ভেন্যু সুপারভাইজারের ঘর থেকে প্রশ্নের প্যাকেট ফরম্যাটে সই করে আনতে যাবেন। ওই ফরম্যাটে লেখা থাকবে, কোন ঘরে কত থেকে কত সিরিয়াল নম্বরের প্যাকেট যাচ্ছে। সে সময়ে অন্য ইনভিজিলেটর পরীক্ষা কেন্দ্রে নজর রাখবেন।

তবে ৯০ থেকে ১০০ জন পরীক্ষার্থী থাকলে, সেক্ষেত্রে চারজন ইনভিজিলেটর থাকবেন। এ বছর উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থী কমেছে। এখনও পর্যন্ত মোট পরীক্ষার্থী ৭,৮৯, ৮৬৭ জন। গত বছর যা ছিল ৮ লক্ষ ৫৩ হাজার। করোনার কারণে ২০২১ সালে মাধ্যমিক পরীক্ষা হয়নি। সব পরীক্ষার্থীই পাশ করে গিয়েছিল। সে জন্য গত বছর উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থী বেশি ছিল।

Madhyamik Exam: নকল রুখতে গিয়ে হাত ভাঙল স্যরের!

এ বার ২৩ টি জেলাতেই ছেলেদের তুলনায় মেয়ে পরীক্ষার্থীদের সংখ্যা ১ লাখ ৫৩ হাজার বেশি। চিরঞ্জীবের দাবি, ‘রাজ্য সরকারের সামাজিক নানা প্রকল্পের জন্যই মেয়েদের সংখ্যাধিক্য।’ সংসদের সভাপতির দাবি, ‘গত কয়েকদিন ধরে সন্দেশখালিতে আইনশৃঙ্খলার সমস্যা ছিল। একটি মেন ভেন্যু ও দুটি সাব ভেন্যুতে পুলিশ ক্যাম্প ছিল। মঙ্গলবারই সেগুলো ফাঁকা করে দিয়েছে পুলিশ। শুধু রাধারানি হাইস্কুলে প্রায় ৭০০ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবে। সন্দেশখালিতে পরীক্ষার কোনও সমস্যা হবে না।’

তবে কোনও রকম সমস্যা হলে কেন্দ্রীয় হেল্পডেস্ক নম্বর – ০৩৩-২৩৩৭০৭৯২ তে যোগাযোগ করা যাবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *