ভ্যালেন্টাইনস ডে-র আগে দুই বলি অভিনেত্রী জাহ্নবী কপুর ও অনন্যা পান্ডেকে দেখা গেল মনীষ মলহোত্রার বাড়িতে। ভ্যালেন্টাইনস ডে স্পেশাল ড্রেস আইডিয়া নিতেই কী তবে তাঁরা গিয়েছিল মনীষের বাড়িতে? তেমনটাই মনে করছে বলিপাড়া (Manish Malhotra News)। দুজনে একসঙ্গেই বেরিয়ে এলেন বাড়ি থেকে। তবে চিত্র সাংবাদিকদের অনুরোধে অল্প কিছুক্ষণ অনন্যা দাঁড়ালেও জাহ্নবী কপুর তড়িঘড়ি গাড়িতে উঠে গেলেন। জাহ্নবী কপুরের এই বছরে বেশ কয়েকটি সিনেমা বড় পর্দায় আসতে চলেছে তার মধ্যে অন্যতম দেবারা যা প্যান ইন্ডিয়া মুক্তি পাবে। আসুন দেখে নিন সেই ভিডিয়ো। দেশ থেকে বিদেশের নানা খবরে বিশেষ করে রাজনীতি, খেলা ও বিনোদন সংক্রান্ত যাবতীয় খবরে আপডেটেড থাকতে আপনাদের নজর থাকুক এই সময় ডিজিটালে। Watch The Bengali Video.