Mimi Chakraborty : আবারও পদত্যাগ মিমির, এবার ইস্তফা সংসদের দুই স্ট্যান্ডিং কমিটিতে – mimi chakraborty tmc mp resigns from two standing committees of parliament


নলমুড়ি আর জিরানগাছা ব্লক প্রাইমারি হেলথ সেন্টার রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন পদের পর এবার সংসদের দু’টি স্ট্যান্ডিং কমিটির সদস্যপদ থেকে ইস্তফা দিলেন যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। সূত্রের খবর, লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে ইস্তফা দিয়েছেন এই তারকা সাংসদ। ফলে ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের একবার এই ধরণের ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

এর আগে নলমুড়ি ও জিরানগাছা ব্লক প্রাইমারি হেলথ সেন্টার রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন পদের দায়িত্বে ছিলেন তৃণমূলের তারকা সাংসদ মিমি চক্রবর্তী। সেই পদ থেকে আচমকাই ইস্তফা দিয়েছেন মিমি। রাজনৈতিক মহলে এই নিয়ে শুরু হয়ে যায় ব্যাপক জল্পনা। কেন তাঁর এমন পদক্ষেপ, তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। ওই ইস্তফাপত্রে মিমি লেখেন, ‘২০১৯-২০২৪ সাল পর্যন্ত আমার সাংসদ পদের মেয়াদ শেষ হচ্ছে, আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ, চেয়ারপার্সন হিসেবে চিকিৎসক, নার্স, রোগীদের কল্যাণের জন্য কাজ করার চেষ্টা করেছি।’

প্রসঙ্গত, এর আগে অপর এক তৃণমূল সাংসদ দেবকে নিয়েও তৈরি হয় জল্পনা। তিনটি কমিটি থেকে তিনি ইস্তফা দিতেই জল্পনা তৈরি হয়েছিল রাজনৈতিকমহলে। প্রশ্ন উঠতে থাকে তিনি কি রাজনীতি ছাড়তে চাইছেন? আর সেই জল্পনাকে আরও উস্কে দেয় দেবের ইঙ্গিতপূর্ণ বার্তা। সংসদে দাঁড়িয়ে দেবকে বলতে শোনা যায়, এটাই হয়তো লোকসভায় তাঁর শেষ বক্তব্য। যার জেরে তাঁর রাজনৈতিক সন্ন্যাসের জল্পনা আরও তীব্র হয়। যদিও পরে সেই জল্পনার নিরশন হয়।

দলনেত্রী মমমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচন হয় দেবের। আর তারপর থেকেই পরিস্থিতিতে পরিবর্তম আসতে থাকে। এমনকী সংবাদমাধ্যমের সামনে চিরকাল রাজনীতিতে থেকে যাওয়ার ইচ্ছাপ্রকাশও করতে দেখা যায় দেবকে। তাঁর কথাতেই একপ্রকার স্পষ্ট হয়ে যায় যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় কোনও ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর বাস্তবে হলও তাই। আরামবাগের সভামঞ্চ থেকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের ওপর আর ভরসা না করে ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্যই করবে বলে ঘোষণা করে দেন মমতা। সেক্ষেত্রে তৃণমূল যখন দেবের বিষয়টি সামাল দিয়ে এনেছে, ঠিক সেই সময় নতুন করে জল্পনা তৈরি করল অপর সাংসদ মিমির ইস্তফা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *