Mimi Chakraborty News : রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে আচমকাই ইস্তফা, মিমিকে নিয়ে তীব্র জল্পনা – mimi chakraborty resign from health organization committee creates controversy


আচমকাই রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। এই নিয়ে বিভিন্ন মহলে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। কিছুদিন আগেই তিনটি সরকারি কমিটি থেকে ঘাটালের সাংসদ দেবের ইস্তফা দেওয়া নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। এবার মিমির এই পদক্ষেপ নিয়েও তীব্র আলোচনা তৈরি হয়েছে।

জানা গিয়েছে, নলমুড়ি আর জিরানগাছা ব্লক প্রাইমারি হেলথ সেন্টার রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন পদের দায়িত্বে ছিলেন মিমি চক্রবর্তী। সেই পদ থেকেই আচমকাই ইস্তফা দিয়েছেন তিনি। রাজনৈতিক মহলে এই নিয়ে শুরু হয়েছে জল্পনা। কেন তাঁর এই পদক্ষেপ?

ইস্তফাপত্র মিমি চক্রবর্তী লিখেছেন, ‘২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আমার সাংসদ পদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ। আমি চেয়ারপার্সন হিসেবে চিকিৎসক, নার্স, রোগীদের কল্যাণের জন্য কাজ করার চেষ্টা করেছি।’

কিছুদিন আগেই ঘাটালের তৃণমূল সাংসদ দেব তিনটি কমিটি থেকে ইস্তফা দিয়েছিলেন। এরপরেই তাঁকে নিয়ে তীব্র আলোচনা শুরু হয় দলেরই অন্দরে। শুধু তাই নয়, একের পর এক ইঙ্গিতপূর্ণ বার্তা দিতে থাকেন দেব। তিনি সংসদে দাঁড়িয়ে মন্তব্য করেছিলেন, এটাই হয়তো সেখানে তাঁর শেষ বক্তব্য পেশ। এরপরেই তাঁর রাজনৈতিক সন্ন্যাসের জল্পনা আরও তীব্র থেকে তীব্রতর হয়।

পাশাপাশি একটি ভাইরাল অডিয়োতে তাঁর বিরুদ্ধে কমিশন নেওয়ার অভিযোগও ওঠে। ওই অডিয়োটির সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল। অডিয়োর কণ্ঠস্বরের সঙ্গে অনেকেই ঘাটালের প্রাক্তন বিধায়ক শংকর দলুইয়ের মিল পেয়েছিলেন। যদিও শংকর দলুই স্পষ্ট জানান, তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এক্ষেত্রে। এই কণ্ঠস্বর তাঁর নয়।

এরই মধ্যে দেব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন। পরে কালীঘাটেও যান। এরপরেই তিনি উল্লেখযোগ্য মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমি রাজনীতি ছাড়লেও রাজনীতি আমাকে ছাড়বে না।’ তাঁর এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, মন্তব্য রাজনৈতিক মহলের।

TMC News : পদ হারালেন শংকর, দেবের সঙ্গে বৈঠকের পরেই বড় সিদ্ধান্ত তৃণমূলের, নেপথ্যে ভাইরাল অডিয়ো?

দেবকে নিয়ে এই বিতর্ক মিটতে না মিটতেই এবার মিমির নয়া পদক্ষেপ। দোরগোড়ায় লোকসভা নির্বাচন। তার আগে কেন হঠাৎ করে ইস্তফা দিলেন মিমি? তা নিয়ে আলোচনা আরও তীব্র হচ্ছে। উল্লেখ্য, এই নিয়ে বিভিন্ন মহলে চর্চা চললেও বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি এই তারকা সাংসদ। লোকসভা নির্বাচনে এবারেও কি যাদবপুরের কেন্দ্র থেকেই লড়াই করবেন মিমি? শুরু হয়েছে আলোচনা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *