Ration Scam : ED-কে দেখেই ছুড়লেন ফোন, রেশন দুর্নীতিতে গোয়েন্দাদের নজরে কে ব্যবসায়ী বিশ্বজিৎ-হানিস? – hanis tosibal and biswajit das two businessman under scanner of ed in ration scam


রেশন বণ্টন দুর্নীতি মামলায় এবার নয়া নাম। গোয়েন্দাদের আতস কাচে এবার ব্যবসায়ী বিশ্বজিৎ দাস এবং হানিস তোসিবাল। মঙ্গলের সকালেই বিশ্বজিতের সল্টলেকের বাড়িতে তল্লাশি চালানো হয়। একইসঙ্গে কৈখালিতে বাকিবুক রহমানের অভিজাত আবাসনেও শুরু হয়েছে তল্লাশি। এদিকে হানিসের বিরুদ্ধে জীবনকৃষ্ণ সাহার কায়দায় ফোন ছুড়ে ফেলার অভিযোগও উঠেছে।

কে এই বিশ্বজিৎ দাস?
রেশন বণ্টন দুর্নীতির তদন্তে নেমে আধিকারিকদের নজরে আসে ফরেক্স ট্রেন্ডিং-এর বিষয়টি। আর সেই সূত্র ধরেই তদন্তের নতুন দিশা দেখা যায়। মঙ্গলবার সকাল থেকেই বিশ্বজিতের বাড়িতে চলছে তল্লাশি।

জানা গিয়েছে, বিশ্বজিৎ দাস ইম্পোর্ট ও এক্সপোর্টের ব্যবসার সঙ্গে যুক্ত। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, সেখানেই এই টাকা ব্যবহার করা হয়েছে। আর সেই সন্দেহের উপর ভিত্তি করেই চালানো হয়েছে এদিনের তল্লাশি। পাশাপাশি তাঁর বাড়ির সামনে রাখা বিলাসবহুল গাড়িতেও নজর গোয়েন্দাদের। সেখানে প্লাস্টিক উদ্ধার করে বাড়ির ভিতরে নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে। ED সূত্রে খবর, এর মধ্যে উল্লেখযোগ্য নথি থাকতে পারে বলে তাঁরা মনে করছেন।

এদিকে কৈখালীতে বাকিবুর রহমান ঘনিষ্ঠ ব্যবসায়ী হানিস তোসিবালের ফ্লাটে চালানো হচ্ছে অভিযান। ED আধিকারিকরা প্রায় দুই ঘণ্টার বেশি সময় ধরে সেখানে তল্লাশি চালিয়েছিল। জানা যাচ্ছে, ED আধিকারিকদের দেখেই ফোন অন্যত্র ছুড়ে ফেলে দেন তিনি।

এই ঘটনার প্রেক্ষিতে উঠে আসছে নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণ সাহার স্মৃতি। তাঁর বিরুদ্ধেও CBI তল্লাশি চলাকালীন ফোন পুকুরে ছুড়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। হানিসের এই আচরণের দিকে কড়া নজর রয়েছে তদন্তকারীদের। জানা গিয়েছে, ইতিমধ্য়েই ওই দুটি ফোন উদ্ধার করেছেন তদন্তকারীরা। সেখানেই তদন্তে মোড় ঘোরানো একাধিক তথ্য থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

কেন এই ফোন ছুড়ে দিলেন ওই ব্যবসায়ী? তবে কি কোনও তথ্য গোয়েন্দাদের থেকে আড়াল করার জন্যই এই পন্থা? ঘুরপাক খাচ্ছে একাধিক প্রশ্ন। মঙ্গলবার সকাল থেকেই রেশন দুর্নীতি মামলায় ছয় জায়গায় তল্লাশি চালিয়েছেন ED-র গোয়েন্দারা। ব্যবসায়ী বাকিবুর রহমানের গ্রেফতারির পর থেকেই রেশন বণ্টন দুর্নীতি মামলায় একাধিক নয়া মোড় উঠে আসে।

ED Raid Kolkata : রেশন দুর্নীতি মামলায় নয়া ‘ক্লু’! সাতসকালে কলকাতার ৬ জায়গায় ED তল্লাশি

গ্রেফতার করা হয় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। তিনি আপাতত সংশোধনাগারেই রয়েছেন। গোয়েন্দাদের অনুমান, রেশন বণ্টন দুর্নীতি মামলার টাকা অন্য কোথাও বিনিয়োগ করা হয়েছে। আর সেই সূত্র ধরেই এদিনের তল্লাশি বলে জানা যাচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *