Sandeshkhali News : ‘৫০০-১০০০ টাকায় বিক্রি…’, সন্দেশখালিতে নারী নির্যাতন অভিযোগে তৃণমূলকে তোপ লকেটের – locket chatterjee bjp mp attacks on tmc supremo mamata banerjee and laxmir bhandar about sandeshkhali incident


সন্দেশখালির ঘটনায় এবার নাম না করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার প্রসঙ্গ তুলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র নিশানা করলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। ৫০০-১০০০ টাকার বিনিময়ে মহিলাদের বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করেন লকেট। পালটা বিজেপির তীব্র সমালোচনায় তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার।

লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘বাংলার মহিলারা একটাই জিনিস, সম্মান চায়, ৫০০-১০০০ চায় না। আগে নারীদের সম্মান বাঁচুক, তবে তো ৫০০-১০০০ টাকা নেবে। সন্দেশখালির সেই মাতৃশক্তি পরিষ্কার বলছে, আমরা সম্মান চাই, এভাবে আর বাঁচতে ইচ্ছা করছে না। এর জবাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২৪-এর নির্বাচনে ইভিএম বোতামে পাবেন। ৫০০-১০০০ টাকা দিয়ে মুখ বন্ধ করতে চাওয়া হচ্ছে, আর মহিলাদের শেখ শাহজাহানদের ঘরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এর জবাব মহিলারা দেবেন।’ মহিলাদের সুরক্ষা না দিয়ে শেখ শাহজাহানদের মতো লোকের কাছে ৫০০-১০০০ টাকায় বিক্রি করে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন লকেট চট্টোপাধ্যায়।

বাংলার মহিলারা একটাই জিনিস, সম্মান চায়, ৫০০-১০০০ চায় না। আগে নারীদের সম্মান বাঁচুক, তবে তো ৫০০-১০০০ টাকা নেবে।

লকেট চট্টোপাধ্যায়

এই বিষয়ে অবশ্য লকেট চট্টোপাধ্যায় তথা বিজেপির কড়া সমালোচনা করেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। তিনি বলেন, ‘এই সব নিম্নরুচির কথাবার্তার কোনও উত্তর হয় না। একজন মহিলা হয়ে তিনি মনে করছেন যে বাংলার মহিলারা বিক্রির বস্তু? বাংলার লক্ষ্মীদের এখন ৫০০ টাকার পরিবর্তে ১০০০ টাকা করে দেওয়া হচ্ছে, আর সেই লক্ষ্মীদের লকেট চট্টোপাধ্যায় বলছেন তাঁরা বিক্রির বস্তু, আপমান করছে তো বাংলার মহিলাদের! বাংলার মহিলারা বিক্রির বস্তু নয়, এবং মনে রাখার দরকার বাংলার নারীর সম্মান ও ক্ষমতায়ন যদি কেউ করে থাকেন, তাহলে তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সরকার।’ একইসঙ্গে বিলকিস বানু ও মহিলা কুস্তিগীরদের আন্দোলনের বিষয় তুলে বিজেপির কড়া সমালোচনাও করেন জয়প্রকাশ।

প্রসঙ্গত, রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন সেই প্রকল্পে মহিলাদের মাসে ৫০০ টাকা করে দেওয়া হত। সাম্প্রতিক রাজ্য বাজেটে সেই টাকা একলাফে বাড়িয়ে এক হাজার করা হয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনে মহিলা ভোটারদের মন জিততে তৃণমূল সরকারের এই সিদ্ধান্ত বড়সড় ভূমিকা নিতে পারে বলেই মনে করছে রাজনৈতিকমহলের একাংশ। যদিও তার প্রক্ষিতে পালটা সমালোচনায় নেমেছে বিরোধীরাও। আর এবার সন্দেশখালি ইস্যুতে নাম না করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র নিশানা করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *