TMC News : ‘স্বরাষ্ট্র মন্ত্রক চুপ কেন?’ চোপড়ার শিশুমৃত্যুতে আক্রমণ তৃণমূলের, সময় দিলেন রাজ্যপাল – tmc accused the bsf of negligence in the death of a child in chopra will meet governor on 15 february


উত্তর দিনাজপুরের চোপড়ার চেতনাগাছে বিএসএফ নিয়ন্ত্রিত এলাকায় চার শিশু মৃত্যু নিয়ে এবার ফ্রন্টফুটে তৃণমূল। আগামী বৃহস্পতিবার রাজ্যপালের সঙ্গে দেখা করছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। এমনকি, চোপড়ার ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কেন নিশ্চুপ আছেন? সেই বিষয়েও জবাবদিহি চাওয়া হয়।

সোমবারের মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছিল তৃণমূল কংগ্রেস। এখানেই শেষ নয়, চোপড়ার ঘটনার মর্মান্তিক পরিণতিকে সামনে রেখে গোটা রাজ্য জুড়ে আন্দোলনে নামতে চাইছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি, এই ঘটনায় রাজ্যপাল নির্বিকার থাকার বিষয়টি নিয়েও আক্রমণ শানিয়েছে তৃণমূল নেতৃত্ব। রাজ্যপাল কেরল সফর কাটছাঁট করে সন্দেশখালি ছুটে গিয়েছেন। কিন্তু, রাজ্যপাল চোপড়া নিয়ে কোনও মন্তব্য না করায়, ক্ষোভ প্রকাশ করা হয়।

সন্দেশখালির ঘটনা নিয়ে সোমবারই দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় দফতরে সাংবাদিক বৈঠক করেন বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে এই ঘটনা নিয়ে চূড়ান্ত আক্রমণ করেন তিনি। এরই প্রতিবাদে আজ রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, ‘যখন সাক্ষী মালিকের মতো খেলোয়াড়কে টেনে হিঁচড়ে তোলা হচ্ছিল, তখন উনি কোথায় ছিলেন? মনিপুরে যখন মহিলাদের নগ্ন করে হাঁটানো হলো তখন কিছু বললেন না কেন?’

TMC Notice

সীমান্ত এলাকায় বিএসএফের নিয়ন্ত্রণাধীন এলাকায় এই খনন কার্যকে ‘বেআইনি’ বলেও ব্যাখ্যা তৃণমূলের। গোটা বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কেন চুপ করে রয়েছে, সে ব্যাপারে কৈফিয়ত চাওয়া হয়েছে তৃণমূলের তরফে। মন্ত্রী শশী পাঁজা বলেন, ‘বিএসএফ কি এই বিষয় জবাব দেবে? বাকি বিএসএফের হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এর জবাব দেবে? তাঁরা চুপ কেন?’ মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘রাজ্যপাল সন্দেশখালি ছুটে গিয়েছেন, তাঁর সহমর্মিতাকে আমরা স্বাগত জানাই। কিন্তু, তাঁর একবারও মনে হল না চোপড়ায় চারটি শিশুর মৃত্যু হয়েছে সেখানে একবার ছুটে যাই। সেখানে তাঁর রাজধর্ম পালনের কোনও ইচ্ছা হল না?

Raiganj News : চোপড়া সীমান্ত এলাকায় ৪ শিশুর মৃত্যু! BSF-কে নিশানা তৃণমূলের, রাজ্য জুড়ে প্রতিবাদের ডাক
প্রসঙ্গত, রাজ্যপাল তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করার জন্য আগামী ১৫ ফেব্রুয়ারি সময় দিয়েছেন। চন্দ্রিমা ভট্টাচার্য, ব্রাত্য বসু, শশী পাঁজা সহ তৃণমূলের একটি ১২ সদস্যের প্রতিনিধি দল সেদিন রাজ্যপালের সঙ্গে দেখা করবেন। রাজ্যপাল সন্দেশখালির পাশাপাশি এই ঘটনাতেও যাতে সহমর্মিতা দেখায়, সে ব্যাপারে আবেদন জানানো হবে তৃণমূল কংগ্রেসের তরফে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *