Higher Secondary Exam 2024 : উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থী কমলো তিন হাজারেরও বেশি – bardhaman higher secondary examination candidates decreased compared to last year


এই সময়, বর্ধমান: সরস্বতী পুজোর রেশ কাটতে না-কাটতেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু শুক্রবার থেকে। পূর্ব বর্ধমানে এবার পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের সংখ্যা বেশি থাকলেও গত বছরের তুলনায় এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কমেছে।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালে পরীক্ষা দিয়েছিল পূর্ব বর্ধমানের ৪০ হাজার ১৪৭ জন পড়ুয়া। এবার পরীক্ষার্থীর সংখ্যা ৩৬ হাজার ৯৮৭। গত বছর যেখানে ১৬ হাজার ৬৩৬ জন ছাত্র পরীক্ষা দিয়েছিল এবার সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৭ জনে। ২০২৩ সালে উচ্চ মাধ্যমিক দিয়েছিল ২৩ হাজার ৫১১ জন ছাত্রী। এবার পরীক্ষায় ছাত্রী-সংখ্যা ২১ হাজার ৯১০।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পূর্ব বর্ধমান জেলার আহ্বায়ক অতনু নায়েক বলেন, ‘গত বছর জেলায় ৬টি পরীক্ষাকেন্দ্র অতি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তবে এবার জেলায় এমন কোনও সেন্টার নেই। এবার ছাত্র ৪১ শতাংশ ও ছাত্রীর সংখ্যা ৫৯ শতাংশ।’ প্রতিটি সেন্টারে থাকছে সিসি ক্যামেরার নজরদারি। পরীক্ষাকেন্দ্রে কেউ মোবাইল নিয়ে ঢুকতে পারবে না। কোনও পরীক্ষার্থী মোবাইল সমেত ধরা পড়লে তার পরীক্ষা বাতিল করা হবে।

HS Exam 2024: উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য চালু হেল্পলাইন, সংসদের চিন্তা বাড়াচ্ছে সন্দেশখালি

এদিকে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার নিয়ে প্রস্তুত জেলা প্রশাসনও। জেলাশাসক বিধানচন্দ্র রায় বলেন, ‘মাধ্যমিক যদি আমাদের জীবনে বড় পরীক্ষার ভিত হয়, তা হলে উচ্চ মাধ্যমিক সেই ভিতের উপরে হওয়া একটা নির্মাণ। সমস্ত ভীতি দূর করে, নার্ভাস না-হয়ে পরীক্ষাকেন্দ্রে মাথা ঠান্ডা রেখে নিজের সেরাটা দেওয়ার কথা বলব সমস্ত পরীক্ষার্থীকে।’

তিনি আরও বলেন, ‘জেলা প্রশাসনের প্রতিটি বিভাগ ১৬ থেকে ২৯ তারিখ পর্যন্ত পরীক্ষার জন্য সতর্ক থাকবে। কোথাও কোনও সমস্যা হবে না। আর হলেও প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে।’ জেলার পুলিশ সুপার আমনদীপ সিংয়ের বক্তব্য, ‘পরীক্ষার নির্ধারিত সময়ের আগে ও পরে এবং পরীক্ষা চলাকালীন যানজটের পরিস্থিতি যাতে তৈরি না হয় তা নিশ্চিত করতে সমস্ত থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত পরীক্ষার্থীকে সবরকম সহযোগিতা করবে পুলিশ।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *