পুরসভা সূত্রে জানা গিয়েছে, এত দিন পর্যন্ত উল্টোডাঙা পাম্পিং স্টেশন থেকে বৃষ্টির জমা জল ধাপা পাম্পিং স্টেশনে এসে পড়ত। সেই জল খালে ফেলা হতো। উল্টোডাঙা পাম্পিং স্টেশনে ১২টি পাম্প রয়েছে। এ বার আর উল্টোডাঙার জমা বৃষ্টির জল প্রায় পাঁচ কিলোমিটার পথ উজিয়ে ধাপা পাম্পিং স্টেশনে যাবে না।
নিকাশি বিভাগের আধিকারিকরা জানাচ্ছেন, নতুন পরিকল্পনায় উল্টোডাঙা পাম্পিং স্টেশন থেকে মাত্র ৪৫০ মিটার পথে ১০০০ মিটার ব্যাসার্ধের ডেডিকেটেড পাইপ মাটির নীচে বসানো হবে। ভূগর্ভস্থ এই নতুন পাইলাইনের সংযোগ থাকবে উল্টোডাঙা পাম্পিং স্টেশনের ১১ এবং ১২ নম্বর পাম্পের সঙ্গে। আর নতুন নিকাশি পথের খোলা মুখ থাকবে উল্টোডাঙা লাগোয়া খালে।
নিকাশি বিভাগের মেয়র পারিষদ তারক সিং বলেন, ‘এই নতুন কাজ বাস্তবায়িত হলে উল্টোডাঙা এবং ইএম বাইপাসের সংযোগকারী রাস্তা এবং আশপাশের এলাকায় বর্ষার সময়ে জমা জলের সমস্যা দূর হবে।’ নিকাশি বিভাগের এক আধিকারিক জানাচ্ছেন, এই এলাকায় বৃষ্টির জমা জল উল্টোডাঙা পাম্পিং স্টেশনের ১১ এবং ১২ নম্বর পাম্প চালিয়ে টেনে নেওয়া হবে।
এই কাজে ব্যবহৃত পাইপগুলো লোহার। এই পাইপে কোনও ছিদ্র থাকে না। তাই বর্ষার জমা জল এই পাইপ লাইন দিয়ে যাওয়ার সময়ে কোনওভাবেই বাইরে আসতে পারবে না-এমনটাই জানিয়েছেন ওই আধিকারিক।