Suvendu Adhikari Will Go Today In Sandeshkhali


আন্দোলনের ঝাঁঝ কমানো যাবে না। লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালি ইস্যুতে রাজ্য সরকারকে কোণঠাসা করতে চাইছে বিজেপি। এমত অবস্থায়, বৃহস্পতিবার ফের সন্দেশখালি যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে থাকছেন প্রায় ৩০ জন বিজেপি বিধায়ক।

একদিকে, সন্দেশখালিকাণ্ডে অভিযুক্ত নেতাদের গ্রেফতারির দাবি, অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে পুলিশি হেনস্থার প্রতিবাদে আজ ফের সন্দেশখালি যাচ্ছেন শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি সন্দেশখালি অভিযান করেছিলেন শুভেন্দু। সন্দেশখালি ঢোকার ৬০ থেকে ৬৫ কিমি দূরে তাঁদের বাস আটকে দেওয়া হয়। বাসন্তী হাইওয়ে ধরার ঠিক আগেই সেই বাসকে আটকে দিয়েছিল পুলিশ।

সন্দেশখালি এলাকায় ১৪৪ ধারা জারি থাকায় কোনও রাজনৈতিক সমাবেশ বা অভিযান করতে দেওয়া হবে না বলে জানিয়েছিল পুলিশ। পরে হাইকোর্ট সন্দেশখালি থেকে ১৪৪ ধারা তুলে নেওয়ার নির্দেশ দেয়। তবে এরপর বুধবার থেকে গোটা সন্দেশখালি না করে বিশেষ কয়েকটি জায়গায় ১৪৪ ধারা পুনরায় জারি করে পুলিশ। সন্দেশখালির ১৯টি পৃথক স্পর্শকাতর জায়গায় নতুন করে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

সন্দেশখালি এলাকায় ঘাট, খুলনা ঘাট, বোলাখালি ঘাট, ত্রিমণি বাজার, পাত্র পাড়া। আন্দোলন শুরু হয়েছিল পাত্র পাড়া থেকে। আবার দুর্গামণ্ডপ জিপির গাববেড়িয়া মার্কেট, দুগুড়ি পাড়ায় ১৪৪ ধারা জারি করা হয়। তবে বিজেপি সূত্রে খবর, সন্দেশখালি ইস্যুতে প্রতিবাদের জেরে যেভাবে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে হেনস্থা করা হয়েছে, পাশাপাশি, এখনও পর্যন্ত সন্দেশখালি এলাকার মহিলারা ভীত অবস্থায় আছেন, মূল অভিযুক্তদের এখনও অনেকে গ্রেফতার হয়নি। সেই বিষয়ে প্রতিবাদ জানাতেই এদিন ফের সন্দেশখালি যাচ্ছে বিজেপি নেতৃত্ব।

CV Ananda Bose On Sandeshkhali : সন্দেশখালিকাণ্ডে ‘রিপোর্ট’ তৈরি রাজ্যপালের, রাজ্যকে বিচার বিভাগীয় তদন্তের আবেদন বোসের
পাশাপাশি, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে পুলিশি হেনস্থার প্রতিবাদে বৃহস্পতিবার রাজ্য জুড়ে প্রতিটি এসপি অফিসের সামনে প্রতিবাদ আন্দোলন করবে বিজেপি। অন্যদিকে, সন্দেশখালি নিয়ে মিথ্যা প্রচার করতে চাইছে বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপির প্রচার সংক্রান্ত একটি অডিয়ো ক্লিপ (যাচাই করেনি এই সময় ডিজিটাল) প্রকাশ করা হয়েছে তৃণমূলের তরফে। সেখানে সন্দেশখালি বিজেপির প্রচার সংক্রান্ত একটি ষড়যন্ত্রমূলক তত্ত্বের কথা তুলে ধরেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সন্দেশখালি নিয়ে ইতিমধ্যেই বিশেষ রিপোর্ট তৈরি করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্য সরকারের কাছ থেকে সন্দেশখালি নিয়ে তাঁদের রিপোর্ট আগে জানতে চেয়েছেন তিনি। এরপরেই রাজ্যপাল তাঁর নিজস্ব রিপোর্ট জনসমক্ষে আনবেন বলেও জানানো হয়েছে। পাশাপাশি, সন্দেশখালি নিয়ে বিচার বিভাগীয় তদন্তের ব্যাপারেও আবেওডন জানিয়েছেন রাজ্যপাল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *