২৩ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে রাজর্ষী দে পরিচালিত মাল্টি স্টারার ছবি সাদা রঙের পৃথিবী। বিধবা পাচার নিয়ে তৈরি এই ছবির প্রধান মুখ বলা যেতেই পারে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। গঙ্গবক্ষে তাঁর সঙ্গেই জমল খোলামেলা আড্ডা। কথায় কথায় উঠল রাজনীতির প্রসঙ্গ। কী বললেন নায়িকা? কেন এমন একটি ছবি বেছে নিলেন শ্রাবন্তী?