সামারা সাহানি, ঋষি আর নীতু কপুরের নাতনি। ঋষিকন্যা ঋদ্ধিমার একমাত্র মেয়ে এবং রণবীরের আদুরে ভাগ্নি। এ বছর টিনএজে পা দেবে সামারা। আর এখন থেকেই তার মধ্যে স্টার সুলভ হাবভাব এসে গেছে। বৃহস্পতিবার এয়ারপোর্টে মার সঙ্গে তাঁর ছবি তোলার ভিডিয়ো নিমেষে ভাইরাল। যতই ঋদ্ধিমা তাকে সরিয়ে নিয়ে যেতে চান। সামারা ফটোগ্রাফারদের সামনে থেকে সরতে নারাজ। বুধবার ভাই জেহ-এর জন্মদিনেও মামার সঙ্গে তার ভিডিয়ো ভাইরাল। কপুর খানদানের রক্ত বইছে সামারার শরীরে। ফিল্মের দুনিয়ার হাতছানি কি এড়িয়ে যেতে পারবে মায়ের মতো? তা তো সময় বলবে, আপাতত এই ভিডিয়ো দেখে নিন। বিনোদন জগতের নানা প্রকার খবরে নিজেদের সব সময় আপডেটেড রাখতে আপনাদের নজর থাকুক এই সময় ডিজিটালে। Watch The Bengali Video.
